মৌলভীবাজারে বেশী দামে তেল বিক্রির দায়ে ভোক্তা অধিকারের জরিমানা আদায়

প্রকাশিত:সোমবার, ১৪ মার্চ ২০২২ ১২:০৩

মৌলভীবাজারে বেশী দামে তেল বিক্রির দায়ে ভোক্তা অধিকারের জরিমানা আদায়
মোঃ তাজুদুর রহমান, মৌলভীবাজার:-  ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে র‌্যাব-৯ ফোর্সের সহযোগিতায়  রবিবার (১৩ মার্চ ) মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার শমসেরনগর বাজার, শ্রীমঙ্গল রোডসহ বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর প্রতিষ্ঠান ও ভোজ্য তেলের পাইকারী ও খুচরা ব্যবসায়ীদের প্রতিষ্ঠানে মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।
উক্ত তদারকি অভিযানে পঁচা বাসি এবং ছত্রাকযুক্ত ফাস্ট ফুড সংরক্ষণ, সরবরাহ এবং বিক্রয় করা, নির্ধারিত দামের চেয়ে বোতলজাত সয়াবিন তেল অতিরিক্ত দামে বিক্রয় এবং বিক্রয়ের প্রস্তাব করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে শমসেরনগর বাজারে অবস্থিত আজাদ এন্ড সন্সকে ৫ হাজার টাকা, রাফসান ফুডকে ১৫ হাজার টাকা, মেসার্স সুমি এন্টারপ্রাইজকে ২৫ হাজার টাকা, শ্রীমঙ্গল রোডে অবস্থিত মেসার্স বাবুল এন্টারপ্রাইজকে ১৫ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।
পরিচালিত অভিযানে ৪ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৬০ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়। এছাড়াও অভিযান পরিচালনাকালে বিশেষ করে ভোজ্য তেলের পাইকারি ব্যবসায়ীদের মূল্য তালিকা প্রদর্শন পূর্বক ক্রয় ভাউচার সংগ্রহ করে খুচরা ব্যবসায়ীদের ন্যায্য মূল্যে তেল সরবরাহের পাশাপাশি পাকা ক্রয় ভাউচার প্রদানের জন্য নির্দেশনা দেয়া হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ