গ্রাম-বাংলার ঐতিহ্য ফুটবলের জনপ্রিয়তা হারিয়ে যায়নি : ভিপি শামীম

প্রকাশিত:সোমবার, ১৪ মার্চ ২০২২ ১০:০৩

গ্রাম-বাংলার ঐতিহ্য ফুটবলের জনপ্রিয়তা হারিয়ে যায়নি : ভিপি শামীম

সুরমাভিউ:-  সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি বলেছেন, গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী ফুটবল খেলার জনপ্রিয়তা এখনো হারিয়ে যায়নি। শহর থেকে প্রত্যন্ত গ্রামাঞ্চলে টুর্ণামেন্টের আয়োজন হলে ফুটবলের টানে এখনো দর্শকরা ভিড় জমান। তিনি বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার খেলাধুলার উন্নয়নে বিভিন্ন প্রদক্ষেপ গ্রহণ করেছেন। তাই দেশ-বিদেশে আমাদের ছেলে-মেয়েরা খেলাধুলায় সুনাম কুড়িয়ে আনছে।

তিনি সোমবার (১৪ মার্চ) বিকেলে বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের ঐতিহ্যবাহী আদিনাবাদ পশ্চিমের মাঠে ১ম সাইদুল আলম প্রাইজমানি টুর্ণামেন্টে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বিয়ানীবাজার উপজেলা আওয়ামিলীগের সদস্য রফিকুল ইসলাম চৌধুরী রনির সভাপতিত্বে ও জেলা যুবলীগ নেতা ছালেহ আহমদের পরিচালনায় অনষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা যুবলীগ নেতা সুজিত চৌধুরী, লোকমান আহমদ, শাহিন আহমদ, সাজলু লস্কর, ময়নুল ইসলাম চৌধুরী, শামীম আহমদ খান, সিলেট মহানগর তাতাীলীগের উপ প্রচার সম্পাদক রুহিন আহমদ, ওসমানী নগর উপজেলা যুবলীগ নেতা হাসান আহমদ।

এ সংক্রান্ত আরও সংবাদ