বিশ্বনাথে সাংবাদিকদের সঙ্গে এ্যাসিল্যান্ডের মতবিনিময়

প্রকাশিত:রবিবার, ১৩ মার্চ ২০২২ ০৮:০৩

বিশ্বনাথে সাংবাদিকদের সঙ্গে এ্যাসিল্যান্ডের মতবিনিময়

বিশ্বনাথ প্রতিনিধি:-  সিলেটের বিশ্বনাথে আজ রবিবার (১৩ মার্চ) উপজেলা সহকারি কমিশনার (ভুমি) আসমা জাহান সরকার উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে তাঁর কার্যালয়ে মতবিনিময় করেছেন।

মতবিনিময় সভায় উপজেলা সহকারি কমিশনার (ভুমি) আসমা জাহান সরকার বলেছেন, আমি সাংবাদিকসহ সবার সহযোগিতা চাই। সবার সহযোগিতা আমার প্রয়োজন।

আমি আপনাদের সেবক। সেবক হিসেব আমার যা করার আমি তাই করব। মানুষকে সেবা দিয়ে যাব। এতে কোন কারপণ্য করব না।

এসময় উপস্থিত ছিলেন, বিশ্বনাথ প্রেসক্লাব সভাপতি তজম্মুল আলী রাজু, সাধারণ সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, সদস্য রফিকুল ইসলাম জুবায়ের, কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, প্রনঞ্জয় বৈদ্য অপু, অসিত রঞ্জন দেব, মো. আবুল কাশেম, আহমদ আলী হিরণ, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়ন সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান, সাংবাদিক জাহাঙ্গীর আলম খায়ের, আশিক আলী, রোহেল উদ্দিন, কামাল মুন্না, নবীন সুহেল, আব্দুস সালাম, বদরুল ইসলাম মহসিন, মোসাঈদ আলী।

এ সংক্রান্ত আরও সংবাদ