নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে ২৮ মার্চ হরতাল সফল করুন – বাসদ

প্রকাশিত:রবিবার, ১৩ মার্চ ২০২২ ০৭:০৩

সুরমাভিউ:-  নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানো, শ্রমিকদের মধ্যে রেশনিং ব্যবস্থা চালুসহ বিভিন্ন দাবিতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে কেন্দ্রীয় ঘোষিত ১৩-২৭মার্চ দাবি পক্ষের অংশ হিসেবে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

রবিবার (১৩ মার্চ) বিকাল ৫টায় আম্বরখানাস্থ দলীয় কার্যালয়ের সামনে বাসদ সিলেট জেলা শাখার সমন্বয়ক আবু জাফর এর সভাপতিত্বে ও জেলা সদস্য প্রণব জ্যোতি পাল এর সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলেট জেলা সমাজতান্ত্রিক মহিলা ফোরাম এর সভাপতি মাসুমা খানম, সমাজতান্ত্রিক নির্মাণ শ্রমিক ফ্রন্ট এর সাধারণ সম্পাদক মামুন বেপারি, চালক সংগ্রাম পরিষদের মঞ্জুর আহমদ, সুরুজ আলী, জাকির হোসেন প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন চাল, ডাল, তেল, পিয়াজসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের লামাগহীন উর্ধ্বগতিতে মানুষের জীবনে নাভিশ্বাস উঠছে। করোনা মহামারীকালে মানুষ চাকুরি হারিয়েছে, আয় কমেছে; এমতাবস্থায় আকাশচুম্বী দ্রব্যমূল্যের কষাঘাতে জনজীবনে ব্যাপক দুর্ভোগ নেমে এসেছে। সরকার বাজার নিয়ন্ত্রণে চরমভাবে ব্যর্থই শুধু নয়, মুনাফালোভী বাজার সিন্ডিকেটকে প্রশ্রয় ও পৃষ্ঠপোষকতা দিচ্ছে।

বক্তারা গ্রাম-শহরের শ্রমজীবী সাধারণ মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে নিত্য প্রয়োজনীয় পণ্যের বেসরকারি বাণিজ্য বন্ধ করে রাষ্ট্রীয় বাণিজ্য বৃদ্ধি, বাজার মনিটরিং জোরদার করা, মুনাফাখোর সিন্ডিকেট ভেঙে ফেলা, মজুমদার, আড়তদারদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা, টিসিবি’র পণ্য বিক্রির ট্রাকের সংখ্যা বৃদ্ধি, গ্রাম পর্যন্ত ওএমএস এর বিক্রি সম্প্রসারিত করা, গ্রাম-শহরের শ্রমজীবী জনগণের জন্য আর্মি রেটে পূর্ণাঙ্গ রেশনিং ব্যবস্থা চালুর দাবি জানান।

সমাবেশে বক্তারা, সিলেট নগরীতে ব্যাটারিচালিত যানবাহন আটক বন্ধ, ৩ হাজার টাকা রেকার বিলের পরিবর্তে ৫শত টাকা করা ও চা শ্রমিকদের দৈনিক মজুরি ৫শত টাকা করার দাবি জানান।

সমাবেশে বক্তারা, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে আগামী ২৮মার্চ বাম জোট এর আহ্বানে দেশব্যাপী হরতাল সফল করার আহ্বান জানান।

এ সংক্রান্ত আরও সংবাদ