প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নে প্রবাসীরা গুরুত্ব ভুমিকা রেখে যাচ্ছে – এড. মিসবাহ সিরাজ
প্রকাশিত:শনিবার, ১২ মার্চ ২০২২ ০৫:০৩
বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ বলেন, বিশ্ব রাজনীতির কবি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাজারো প্রচেষ্টা, ত্যাগ তিতিক্ষার পর দেশের রাজনীতিতে একজন সফল প্রধানমন্ত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।
শুধু তাই নয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশের সাহসী এবং অগ্রগতিশীল উন্নয়ন কৌশল গ্রহণের ফলে সামগ্রিকভাবে অর্থনৈতিক প্রবৃদ্ধি, কাঠামোগত রূপান্তর ও সামাজিক অগ্রগতির মাধ্যমে বাংলাদেশ আজ বিশ্বের বুকে রোল মডেল হিসেবে বিশ্বে নেতৃত্বে দিচ্ছে। বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু দেশের রত্ন নয়, তিনি বিশ্বরত্ন। তিনি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নে প্রবাসীরা গুরুত্ব ভুমিকা রেখে যাচ্ছেন।তিনি শনিবার বিকেলে কানাডা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি গোলাম মুহিবুর রহমানকে সিলেট এয়ারপোর্টে সংবর্ধনা কালে উপরোক্ত কথাগুলো বলেন।সিলেট মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি ফয়জুর আনোয়ার আলাউর এর সভাপতিত্বে সাবেক দপ্তর সম্পাদক এড,শামসুল ইসলামের পরিচালনায় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক তপন মিত্র,সিলেট জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা জুবের খান, ধর্ম বিষয়ক সম্পাদক নজমুল ইসলাম এহিয়া,০৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রহমান পাপ্পু,প্রবাসী কমিউনিটি নেতা আব্দুস সালাম,সাবেক ছাত্রনেতা বেলাল খান,শাহী ঈদগা ব্যবসায়ী সমিতির সভাপতি গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক মুস্তফা আজাদ মাদানী,মৌলভীবাজার কলেজের সাবেক জিএস আসাদ আহমদ সিদ্দিকী, আব্দুল জাকের,আব্দুল মন্নান,শফিকুর রহমান, মর্তুজা আহমেদ, সংবাদপত্র হকার্স সমিতির সভাপতি আব্দুল কদ্দুস, সাবেক সভাপতি মোঃ শাহ আলম,আব্দুস সালাম,শাহ আলম,সাধারণ সম্পাদক নায়েব আহমেদ,কোষাধ্যক্ষ মামুনুর রশীদ, সাংগঠনিক সম্পাদক নাসির আহমদ,আলীম খান সহ অন্যান্য সামাজিক রাজনৈতিক নেতৃবৃন্দ।