কোম্পানীগঞ্জে এনজিও কর্মী সেজে পালাতক আসামী গ্রেফতার

প্রকাশিত:শনিবার, ১২ মার্চ ২০২২ ১০:০৩

কোম্পানীগঞ্জে এনজিও কর্মী সেজে পালাতক আসামী গ্রেফতার

সুরমাভিউ:-  সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় ২০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত পলাতক হাবিবুর রহমান ওরফে প্রকাশ গেদা (৪২) নামে এক আসামী কে গ্রেফতার করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ।

জানা যায়, জেলা পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর সার্বিক দিক-নির্দেশনায় গোয়াইনঘাট সার্কেলের সহকারি পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ ও গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ কেএম নজরুল এর তত্ত্বাবধানে এএসআই রাজীব রায়ের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে শনিবার (১২ মার্চ) বিকেল ৫:৩০ মিনিটের সময় এনজিও কর্মী সেজে বটেরতল হাওড় থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত পলাতক আসামী কোম্পানীগঞ্জ উপজেলার বটের তল গ্রামের রইছ আলীর পুত্র। তার বিরুদ্ধে একটি ডাকাতি মামলা ও একটি অস্ত্র মামলার রয়েছে। এসব মামলায় হাবিবুর রহমান ওরফে প্রকাশ গেদার ১০ বছর করে ২০ বছর কারাদন্ডপ্রাপ্ত।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) ও মিডিয়া অফিসার মোঃ লুৎফর রহমান বলেন, পুলিশ সুপার মহোদয় সাজাপ্রাপ্ত ওয়ারেন্ট তামিল করতে বিশেষভাবে গুরুত্ব আরোপ করেন। তার পরিপ্রেক্ষিতে প্রত্যেক থানায় সাজাপ্রাপ্ত ওয়ারেন্ট তামিল করতে অফিসাররা বিভিন্ন কৌশল অবলম্বন করছেন। তারই ধারাবাহিকতায় এসআই রাজিব এনজিওকর্মীর সেজে ২০ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার করে।

এ সংক্রান্ত আরও সংবাদ