২১শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ৬ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
প্রকাশিত:শুক্রবার, ১১ মার্চ ২০২২ ০৬:০৩
কোম্পানীগঞ্জ প্রতিনিধি:- সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ আদর্শগ্রামে ২ টি দোকানে আগুনে পুড়ল প্রায় ৪ লক্ষ টাকার মালামাল।
শুক্রবার জুমা’র নামাজের সময় এ ঘটনায় ঘটে। প্রত্যক্ষদর্শী ও ক্ষতিগ্রস্ত দোকানী সুজিৎ সরকার বলেন, আম্মাজান কফি হাউজের লোকজন জুমা’র নামাজ আদায় করতে মসজিদে যান। এর একটু পরে দোকানের ভিতর থেকে ধোঁয়া উড়তে দেখি। তখন আমি উপস্থিত কয়েকজনকে নিয়ে আম্মাজান কফি হাউজের শাটারের তালা ভেঙ্গে আগুন নিভাতে চেষ্টা করি। এমন সময় দোকানে থাকা গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ হয়। এতে আগুনের লেলিহান দ্বিগুণ বৃদ্ধি পায়। ফলে আগুন পাশে আমার দোকান বাসন্তী স্টোরে ছড়িয়ে পড়ে।
এ সময় সকলের সহযোগিতায় আমার দোকানে থাকা ভুসিমাল কিছুটা বের করতে সক্ষম হই। তবে আমার দোকানের ড্রয়ারে থাকা নগদ ২৫ হাজার টাকা সহ প্রায় দেড় লক্ষ টাকার মালামালের ক্ষয়ক্ষতি হয়েছে।
আম্মাজান কফি হাউজের ব্যবসায়ী সায়েদ মিয়া বলেন, তার দোকানে প্রায় ৩ লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই হয়েছে। এক টুকরো মালও ঘর থেকে বের করতে পারেননি তিনি।
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766