২৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৪ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
প্রকাশিত:শুক্রবার, ১১ মার্চ ২০২২ ০৮:০৩
মো. আবুল কাশেম, বিশ্বনাথ প্রতিনিধি:- প্রীতি ফুটবল ম্যাচের মধ্য দিয়ে ১ম বিশ্বনাথ মিডিয়া কাপ-২০২২’-এর সমাপ্ত হয়েছে। শুক্রবার বিকেলে পৌর শহরের জানাইয়া পশ্চিমের মাঠে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
খেলায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত উপজেলার সাংবাদিকরা লাল ও সবুজ দলে বিভক্ত হয়ে এ প্রীতি ম্যাচ খেলেন। খেলায় গোলশুন্য ড্র হলে ট্রাইব্রেকারে লাল দল বিজয়ী হয়। যৌথভাবে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন দুইদলের দুই গোল কিপার তজম্মূল আলী রাজু ও অসিত রঞ্জন দেব।
লাল দলের অধিনায়কের দ্বায়িত্ব পালন করেন নবীন সোহেল আর সবুজ দলের অধিনায়কের দ্বায়িত্ব পালন করেন প্রনঞ্জয় বৈদ্য অপু।
লাল দলের খেলোয়াড়রা হলেন: তজম্মুল আলী রাজু (দৈনিক ইত্তেফাক), আশিক আলী (দৈনিক যুগান্তর), সাইফুল ইসলাম বেগ (দৈনিক বাংলাদেশ প্রতিদিন), নবীন সোহেল (দৈনিক শুভ প্রতিদিন), কামাল মুন্না (দৈনিক যায়যায়দিন), নুর উদ্দিন (দৈনিক সিলেটের দিনরাত), আক্তার আহমদ শাহেদ (দৈনিক মানবজমিন), মিছবাহ উদ্দিন (দৈনিক আমার সংবাদ), বদরুল ইসলাম মহসিন (দৈনিক ভোরের কাগজ)।
সবুজ দলের খেলোয়াড়রা হলেন: প্রনঞ্জয় বৈদ্য অপু (দৈনিক উত্তরপূর্ব), রোহেল উদ্দিন (দৈনিক গণমুক্তি), এমআর টুনু তালুকদার (আনন্দ টিভি), অসিত রঞ্জন দেব (সিলেটের বাণী), এমদাদুর রহমান মিলাদ (দৈনিক সিলেটের ডাক), আব্বাস হোসেন ইমরান (দৈনিক আমাদের সময়), জামাল মিয়া (দৈনিক আজকের পত্রিকা), আবদুস সালাম (দৈনিক ইনকিলাব), আবুল কাশেম (দৈনিক ভোরের কুমিল্লা), মশাহিদ আলী (দৈনিক শ্যামল সিলেট)।
উল্লেখ্য, সাংবাদিকতার ব্যস্ত ও কর্মময় জীবনের পাশাপাশি একটু আনন্দ ও শরীর চর্চার জন্য প্রথমবারের মতো সিলেটের বিশ্বনাথে অনুষ্ঠিত হলো প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত উপজেলার সাংবাদিকদের প্রথম মিডিয়া কাপ।
গত মঙ্গলবার বিকাল আড়াইটায় বিশ^নাথ উপজেলা বিআরডিবি হলরুমের সামনে যুক্তরাজ্য প্রবাসী মুমিন খান মুন্না ও শেখ মো. আবুল বাশারের পৃষ্ঠপোষকতায় জমকালো অনুষ্ঠানের মধ্যদিয়ে মিডিয়া কাপ ১ম আসরের উদ্বোধন হয়। পরে তিন দিনে টুর্ণামেন্টে ৫টি ইভেন্টে ক্রীড়া উৎসবে মাতেন উপজেলার ৩০জন সাংবাদিক।
এদিকে, প্রথম বিশ্বনাথ মিডিয়া কাপের ব্যাডমিন্টন খেলায় চ্যাম্পিয়ান হয়েছেন নবীন সোহেল (শুভ প্রতিদিন) আবদুস সালাম (ইনকিলাব) জুটি, রানার্সআপ হয়েছেন আব্বাস হোসেন ইমরান (আমাদের সময়) ও শুকরান আহমদ রানা (সকালের সময়)।
ক্যারামে চ্যাম্পিয়ন হয়েছেন এমআর টুনু তালুকদার (আনন্দটিভি) রানার্সআপ হয়েছেন আশিক আলী (যুগান্তর)।
গাফলায় চ্যাম্পিয়ন হয়েছেন নুরুল ইসলাম (আজকালের খবর) রানার্সআপ হয়েছেন মোহাম্মদ আলী শিপন (কালেরকণ্ঠ)। লুডুতে চ্যাম্পিয়ন হয়েছেন তজম্মুল আলী রাজু (ইত্তেফাক) ও রানার্সআপ হয়েছেন এমদাদুর রহমান মিলাদ (সিলেটের ডাক)। শ্রীগ্রই আনুষ্ঠানিক ভাবে পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হবে।
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766