২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
প্রকাশিত:শুক্রবার, ১১ মার্চ ২০২২ ০৭:০৩
দোয়ারাবাজার প্রতিনিধি:- সুনামগঞ্জের দোয়ারাবাজারে কামরুল হোসেন (২২) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১১মার্চ) দুপুরে উপজেলার মান্নারগাও ইউনিয়নের কামারগাঁও (নোয়াগাঁও) থেকে লাশটি উদ্ধার করা হয়। কামরুল ওই গ্রামের রমজান আলীর ছেলে।
পুলিশ ও নিহতের পরিবার জানায়, বৃহস্পতিবার (১০ মার্চ) রাত ১০টার দিকে রাতের খাবার সেরে কামরুল বাড়ি হতে বেরিয়ে আাসে। পরদিন শুক্রবার সকাল ৮টার দিকে কামরুলের মা আনোয়ারা ও স্ত্রী সুলতানা তাদের বসতঘরের পিছনে একটি খালি ঘরের তীরের সাথে গলায় গামছা পেছানো কামরুলের ঝুলন্ত লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
দোয়ারাবাজার থানার ওসি দেবদুলাল ধর ঘটনা নিশ্চিত করে বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট আসার পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766