মৌলভীবাজারের বড়লেখায় অসামাজিক কার্যকলাপের অভিযোগে গ্রেফতার ৫

প্রকাশিত:বৃহস্পতিবার, ১০ মার্চ ২০২২ ০৭:০৩

মৌলভীবাজারের বড়লেখায় অসামাজিক কার্যকলাপের অভিযোগে গ্রেফতার ৫
নিজস্ব প্রতিবেদক:-  মৌলভীবাজারের বড়লেখা পৌরশহরের পানিধার এলাকায় একটি ভাড়া বাসায় অসামাজিক কার্যকলাপের অভিযোগে ৩ যুবতি ও ২ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।মঙ্গলবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়।
বুধবার ( ৯ মার্চ ) দুপুরে তাদের আদালতে সোপর্দ করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হচ্ছেন,বড়লেখা উপজেলার বড়থল নয়া গ্রামের মৃত তৈয়ব আলীর মেয়ে আফিয়া আক্তার ইভা (২১),গাজিটেকা পুরুষ রামের চকের জমির উদ্দিনের ছেলে মেহেরাব হোসেন (২২),মৃত আতাব উদ্দিনের ছেলে আব্দুল্লাহ (২২),খুলনা জেলার আবুল কাশেমের মেয়ে লতা বেগম (২৪), জামালপুর জেলার আশরাফ আলীর মেয়ে মিতু বেগম (২৭)।
পুলিশ সূত্রে জানা গেছে,পানিধারের নাছিমা বেগম কলির একটি বাসা ভাড়া করে আফিয়া বেগম দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকার যুবতীদের দিয়ে অসামাজিক কাজ চালিয়ে যাচ্ছেন। গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই নজরুল ইসলাম, এএসআই আব্দুল হালিম, এএসআই এরশাদ মিয়াসহ একদল পুলিশ মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে ওই বাসায় অভিযান চালান। এসময় অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকা অবস্থায় পুলিশ ৩ যুবতী ও ২ যুবককে গ্রেপ্তার করেছে।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার বলেন, অসামাজিকতার দায়ে ৩ যুবতি ও ২ যুবককে গ্রেপ্তার করে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ