২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
প্রকাশিত:বৃহস্পতিবার, ১০ মার্চ ২০২২ ০৯:০৩
সুরমাভিউ:- সিলেটের নূরে মদিনা ওভারসীজ এবছর ওমরা হজ্জ পালন করতে ২৮ সদস্য বিশিষ্ট একটি কাফেলা নিয়ে যাবে। যাদের মধ্যে ১৫ জন পুরুষ ও ১৩ জন মহিলা রয়েছেন।
ওমরা হজ্জ পালন উপলক্ষে বৃহস্পতিবার (১০ মার্চ) সকাল ১১টায় সুরমা মার্কেটের তৃতীয় তলায় এক প্রস্তুতি অনুষ্ঠান সম্পন্ন হয়।
সচরাচর দেখা যায় হজ্জে যাবার আগে হজ্জ যাত্রীদের ট্রাভেল এজেন্সীগুলো থেকে ফ্লাইটের সময় তারিখ জানিয়ে দেয়া হয়। বলে দেয়া হয় হজ্জের নিয়ম কানুন নিজ থেকে জেনে নেয়ার কথা।
তবে ব্যতিক্রম নূরে মদিনা ওভারসীজ ট্রাভেল এজেন্সী। তাদের কাফেলার হজ্জ যাত্রীদের আগে হজ্জের প্রশিক্ষণ দিয়ে তওবার মাধ্যমে হজ্জের প্রস্তুতি সম্পন্ন করল।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শায়েখ আব্দুল হাদী পীর তুরকখলা।
বিশেষ অতিথি হিসাবে ছিলেন বন্দর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মুফতি আবু হুরায়রা নোমান, পাটলী মাদ্রাসার মোহাদ্দীস মুফতি ইউসুফ হাবিবী সেলিম, জজকোর্ট জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা শেখ মোহাম্মদ ইমদাদুল হক, দারুল কোরআন নাজির মাদ্রাসার মাওলানা আব্দুল কাদির মুহাদ্দীস।
সভায় তওবা পরিচালনা করেন আব্দুল হাদী পীর তুরকখলা।
হজ্জে খাদিম হিসেবে হাজ্বীদের সাথে থাকবেন নূরে মদিনার স্বত্বাধিকার সুহেল আহমদ।
উল্লেখ্য, নূরে মদিনা ওভারসীজের হজ্ব কাফেলা শুক্রবার (১১ মার্চ) হজ্জের উদ্দেশ্যে রওয়া হবেন। তারা প্রথমে মক্কায় অবস্থান নেবেন সেখানে ৮দিন ও মদিনায় ৬ দিন থাকার পর আগামী ২৪ মার্চ দেশে ফিরে আসবেন।
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766