২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
প্রকাশিত:বৃহস্পতিবার, ১০ মার্চ ২০২২ ০৭:০৩
সুরমাভিউ:- ‘টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই অগ্রগণ্য’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে “রাজনীতিতে নারীর অগ্রগতি” স্লোগানের ব্যানারে সিলেটের রাজনৈতিক অঙ্গনের নারীনেত্রীবৃন্দদের নিয়ে পালিত হয় আন্তর্জাতিক নারী দিবস। অতিথি হিসেবে একমঞ্চে বসে নারীদের বক্তব্য শুনেন দেশের বৃহৎ রাজিৈনতক সংগঠন আওয়ামী লীগ, বিএনপির নেতৃবৃন্দ। এসময় সিলেট সিটি কর্পোরেশনের সংরক্ষিত আসনের কাউন্সিলর ও বৃহৎ রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগ-বিএনপির নারী সদস্যদের ক্ষোভ, উদ্বেগের বক্তব্যের মুখোমুখি হন আমন্ত্রিত স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপির নেতৃবৃন্দ। সংরক্ষিত আসন থেকে নির্বাচিত হয়ে উল্লেখযোগ্য কোনো বরাদ্ধ না পাওয়ায় ভোটারদের দেয়া প্রতিশ্রুতি রাখতে পারছেনা নারী কাউন্সিলরগন। সাধারণ আসনের তিনগুন ভোট পেয়ে নির্বাচিত হয়েও বৈষম্যের শিকার হচ্ছেন বলে অভিযোগ করেন নারী কাউন্সিলরগন। এমনকি উন্নয়ন মূলক কর্মকান্ড হতেও দূরে রাখা হয়ে নারী কাউন্সিলরদের। সেইসাথে নিজনিজ রাজনৈতিক দলের যোগ্যতা অনুযায়ী পদে আসিন হওয়ার দাবী জানান নারীনেত্রীগন।
৮মার্চ আন্তর্জাতিক নারী দিবস ২০২২ উপলক্ষে গতকাল ৯ মার্চ বুধবার ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর এমএএফ এর নারী ইউনিটের উদ্যোগে নগরীর জিন্দাবাজারস্থ একটি অভিজাত হোটেলের হলরুমে পালিত হয়।
ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল সিলেট আঞ্চলিক কার্যালয় সার্বিক সহযোগিতায় পালিত হওয়া অনুষ্ঠানে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল সিলেটের আঞ্চলিক কার্যালয়ের ম্যানেজার রাহিমা বেগম এর পরিচালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপি আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালি পংখি, সিলেট মহানগর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক জাকির হোসেন, সিলেট মহানগর বিএনপির সাবেক সভাপতি নাসিম হোসেইন, সিলেট জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নাজনীন হোসেন, সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক এটিএমএ হাসান জেবুল, সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সামিয়া বেগম চৌধুরী, সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠিনক সম্পাদক সাইফুল আলম রুহেল, সিলেট জেলা আওয়ামী লীগের মহিলা সম্পাদক বেগম শামসুন্নাহার মিনু।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, জাহিদ সরওয়ার সবুজ, আবুল কাশেম, শাহানা বেগম, নিগার সুলতানা ডেইজী, সিটি কাউন্সিলর এডভোকেট রুকশানা বেগম শাহানা, মারিয়াম চৌধুরী মাম্মি, সালেহা কবির শেপী, সালমা বাছিত, ফাহিমা আহমদ কুমকুম, সিলেট জেলা মহিলা দলের দপ্তর সম্পাদক সুলতানা রহমান দিনা, রিনা হোসেন, তানিয়া রহমান সহ আওয়ামীলীগ ও জাতীয়তাবাদী দল (বিএনপি) এর রাজনৈতিক নেতৃবৃন্দ।
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766