২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
প্রকাশিত:বৃহস্পতিবার, ১০ মার্চ ২০২২ ০৯:০৩
দেশের অপূর্ণতাকে পূর্ণতা দেয়ার দায়িত্ব শিক্ষার্থীদের কাঁধে নেয়ার আহবান জানান তিনি।
স্কলার্সহোম শাহী ঈদগাহ ক্যাম্পাসে মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী-২০২২ উদযাপন উপলক্ষ্যে আবৃত্তি, সংগীত ও রচনা প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে ‘যুদ্ধদিনের কথা’ শোনানোর সময় তিনি এ কথা বলেন।
আজ বৃহস্পতিবার (১০ মার্চ) সকালে ক্যাম্পাস অডিটোরিয়ামে অধ্যক্ষ লে. কর্ণেল মুনীর আহমেদ কাদেরী (অব.) এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ আশরাফ হোসেন চৌধুরী এবং বীর মুক্তিযোদ্ধা ভবতোষ রায় বর্মনের জীবনী পাঠ করেন বাংলা বিভাগের সহযোগি অধ্যাপক মীনাক্ষি সাহা।
ইংরেজি বিভাগের প্রভাষক কামরুল হক জুয়েলের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখন ইংরেজি বিভাগের সহকারি অধ্যাপক সৈয়দ হাসান মাহমুদ।
যুদ্ধকালীন স্মৃতি ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করে যথাক্রমে জাওয়াত আফনান রোজা, আফিয়াত রামিসা চৌধুরী, রাকিবুল ইসলাম। জাতীয় সংগীতে যথাক্রমে, মাইবাম আইরিন লৈনা, পূর্বা দেব, অহনা দেব বিজয়ী হয়।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766