১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
প্রকাশিত:বৃহস্পতিবার, ১০ মার্চ ২০২২ ১০:০৩
সুরমাভিউ:- সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী সর্বদলীয় ছাত্র সংগঠন কোম্পানীগঞ্জ ছাত্র পরিষদের (কোছাপ) প্রতিষ্ঠাতা পৃষ্ঠপোষক, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, প্রয়াত এম.তৈয়বুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে কোম্পানীগঞ্জ ছাত্র পরিষদের মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার শাহজালাল(রহ.) দরগায় উক্ত মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ ছাত্র পরিষদের সাবেক সভাপতি রফিকুল হক (এম.এ), সিলেট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক সিরাজুল ইসলাম, কোছাপের সাবেক সাংগঠনিক সম্পাদক মাস্টার আবুল খায়ের, মতিউর রহমান ফাউন্ডেশনের সভাপতি শামীম আযাদ চৌধুরী, ব্যবসায়ী নেতা রফিকুল ইসলাম, ছাত্র পরিষদের বর্তমান কেন্দ্রীয় কমিটির সভাপতি রুপক চন্দ্র দাস, সাধারণ সম্পাদক মোঃ সোহেল রানা, সহ-সভাপতি জায়েদুল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক সফেদ বক্স, সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক নেওয়াজ শরীফ, সহ-ত্রাণ ও দুর্যোগ সম্পাদক এহসানুল মাহবুব, কার্যকরী এনামুল হক, জাফরান মারুফ, উমর আলী।
এম.সি. কলেজ শাখার সভাপতি আহমেদ রুবেল, সাধারণ সম্পাদক আপন তাহসান, মদনমোহন কলেজ শাখার সাধারণ সম্পাদক সোহাগ রানা, দক্ষিণ রনিখাই ইউপি কমিটির সভাপতি স্বাধীন, ইসাকলস ইউপির ছাত্রনেতা সারওয়ার খান, ভাটরাই কলেজ শাখার সভাপতি আপছার আহমেদ, সাধারণ মোহাম্মদ সামী,প্রাইভেট বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রনেতা বেদন আহমেদ বাধন প্রমূখ।
এছাড়াও উপস্থিত ছিলেন ছাত্র পরিষদের বিভিন্ন শাখা কমিটির নেতৃবৃন্দ।
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766