২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
প্রকাশিত:বুধবার, ০৯ মার্চ ২০২২ ০৯:০৩
তাহিরপুর প্রতিনিধি:- সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ৩নং বড়দল দক্ষিণ ইউনিয়ন পরিষদের আওতাধীন মাটিয়ান হাওর বেরীবাঁধ রক্ষার কাজে (৬৩নং) পিআইসি কমিটির সভাপতির ‘একই’ পিতার জাতীয় পরিচয়পত্র জালিয়াতি করে ‘একাধিক’ নাম ব্যবহার করে গঠন করা হয়েছে ৬৩ নং হাওর রক্ষা বাধেঁর পিআইসি’র কমিটি।
৬৩ নং-পিআইসি নেইমপ্লেটের ফেস্টুন তথ্য অনুসারে দেখাগেছে,হাওর রক্ষা বাঁধের পিআইসি কমিটিতে সভাপতি পদে রয়েছেন,আইনুদ্দিন বিশ্বাস পিতা জাবিদ আলী,পিআইসি কমিটি সভাপতির আপন ভাই মো. ইসলাম উদ্দিন পিতা মো.আবুল হোসেন,আপন আরেক সহোদর ভাই সিরাজ মিয়া পিতা মৃত জাবেদ আলী। একই পরিবারের আপন তিন ভাই তাদের পিতার নাম বিভিন্ন নামে ব্যবহারের মাধ্যমে (জাতীয় পরিচয়পত্র) জালিয়াতির মাধ্যমে হাওর রক্ষা বেরীবাঁধের ৬৩ নং-পিআইসি কমিটি গঠন করা হয়েছে।
‘উপজেলা প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে হাওর রক্ষা বেরীবাঁধ কাজের নিয়মনীতি তোয়াক্কা না করেই এমন নেক্কার জনক পিআইসি কমিটি গঠন করেছেন প্রকল্পের সভাপতি মো.আইনুদ্দিন বিশ্বাস।’
এমনকি ৬৩ নং-পিআইসি নেইমপ্লেটের ফেস্টুন কাজের শুরু থেকে বেরীবাঁধের আশে-পাশে দেখা যায়নি গত কয়েকদিন পূর্বে কাউকান্দি বাজারের মাতৃকল্যাণ সংলগ্ন রোডে নেইমপ্লেটের ফেস্টুনের দেখা মিললেও আবারো তা আড়াল করে রাখা হয়েছে উদাহরণ যেমন:চোর পুলিশ খেলা শুরু হয়েছে ৬৩ নং- পিআইসি কমিটি নিয়ে।
উপজেলা বাস্তাবায়ন ও মনিটরিং কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রায়হান কবির বলেন,৬৩ নং পিআইসি কমিটির আবেদন যখন তারা জমা দিয়েছেন,আমরা যতেষ্ঠ ভাবে যাচাই-বাচাই করেছি তবে আমরা যখন এই আবেদনটি নিয়েছি এমন অভিযোগ কেও করেননি একই পরিবারের আপন তিন ভাই রয়েছেন এই কমিটিতে।এমন ঘটনা সত্যিই নেক্কার জনক।আমরা এই বিষয়টি গুরুত্বের সাথে দেখবো এবং তার সত্যতা পাওয়া গেলে যথাযত ভাবে ব্যবস্থা নেয়া হবে।
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766