করিম উল্লাহ মার্কেটে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা শুরু

প্রকাশিত:বুধবার, ০৯ মার্চ ২০২২ ০৯:০৩

করিম উল্লাহ মার্কেটে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা শুরু
সুরমাভিউ:-  সিলেট নগরীর ঐতিয্যবাহী করিম উল্লাহ মার্কেটে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা শুরু হয়েছে।
মঙ্গলবার (৮ মার্চ) বিকেলে ৭তলায় ইনডোর স্টেডিয়ামে মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মোঃ আব্দুল অদুদ পাভেলের সভাপতিত্বে, মার্কেট কমিটি ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার আহবায়ক সদস্য মকসুদুর রহমান চৌধুরীর পরিচালনায় উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করিম উল্লাহ মার্কেটের স্বত্বাধিকারী ছানা উল্লাহ ফাহিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, করিম উল্লাহ মার্কেটের স্বত্বাধিকারী কুদরত উল্লাহ ফায়ের ও আতা উল্লাহ সাকের, মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতির সিনিয়র সহ সভাপতি মারুফ আহমদ চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন চৌধুরী মিশু, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, অর্থ সম্পাদক মাওলানা আব্দুল আল মামুন খান, করিম উল্লাহ মার্কেটের ব্যবস্থাপনা পরিচালক, বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার আহবায়ক মোঃ তালহা খান, সদস্য সচিব মোঃ এহসান আহমদ জাহেদ।

এ সংক্রান্ত আরও সংবাদ