দোয়ারাবাজারে রাস্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিনের দাফন সম্পন্ন

প্রকাশিত:সোমবার, ০৭ মার্চ ২০২২ ০৭:০৩

দোয়ারাবাজারে রাস্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিনের দাফন সম্পন্ন

দোয়ারাবাজার (সুনামগঞ্জ)প্রতিনিধি:-  সুনামগঞ্জের দোয়ারাবাজারে রাস্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন (৭৫) এর দাফন সম্পন্ন হয়েছে। তার মৃত্যুতে এক যৌথ বিবৃতিতে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন দোয়ারাবাজার উপজেলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ।

সোমবার (৭ মার্চ) সকাল ১১ টায় স্থানীয় পূর্ব পাইকপাড়া জামে মসজিদ ও মাদ্রাসা প্রাঙ্গনে জানাযা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় সামাজিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

এসময় মরহুমের কফিনে সালাম প্রদর্শন করেন সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আহমেদ, এসআই সাইদুল হাওলাদার প্রমুখ।

উল্লেখ্য উপজেলার বাংলাবাজার ইউনিয়নের রাউলী গ্রামের মৃত ইসমত আলীর পুত্র বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন (৭৫) রবিবার (৬ মার্চ) সন্ধ্যায় উনার নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি ২ ছেলেসহ আত্মীয়স্বজন রেখে গেছেন।