ঐতিহাসিক ৭ মার্চে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন

প্রকাশিত:সোমবার, ০৭ মার্চ ২০২২ ০১:০৩

ঐতিহাসিক ৭ মার্চে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন

সুরমাভিউ:-  ঐতিহাসিক ৭ মার্চ ২০২২ উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন একাত্তরের ঘাতক দালাল নির্মুল কমিটি সিলেট জেলা ও মহানগর, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান ও যুব কমান্ড সিলেট জেলা ও মহানগর এবং মু্িক্তযোদ্ধা যুব কমান্ড সিলেট জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ।

সোমবার (০৭ মার্চ) সকালে সিলেট জেলা প্রাশাসক কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর ম্যুারালে এই শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।

শ্রদ্ধাঞ্জলি নিবেদনকালে একাত্তরের ঘাতক দালাল নির্মুল কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন জেলা সভাপতি সুব্রত চক্রবর্তী জুয়েল, এডভোকেট দেলওয়ার আল আজাহার, এডভোকেট জাহিদ সারওয়ার সবুজ, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ, সাধারণ সম্পাদক ছামির মাহমুদ, সহ-সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মনোজ কাপালী মিন্টু, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, বীর মুক্তিযোদ্ধা পান্না লাল রায়, সন্তান কমান্ডের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সদস্য সচিব পারভেজ বিশ্বাস, সারওয়ার চৌধুরী, সদস্য আব্দুল কাদির, খালেদ আহমদ, ডিপজল পাত্র, উজ্জল পাত্র, জাকারিয়া মো. চৌধুরী জাকি, আম্বিয়া বেগম, মুক্তিযোদ্ধা যুব কমান্ডের পক্ষ থেকে উপস্থিত ছিলেন শেখ মো. আলম, জয়দীপ চক্রবর্তী, আলাউদ্দিন আহমদ, এজাজ আহমদ, মুজিবুর রহমান চৌধুরী, শহীদ আহমদ, মো. আক্তার মিয়া, মোছাম্মদ শাহিদা সুলতানা, সাইফ আহমদ, মো. নরুল হক, শহিদ তালুকদার প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ