ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সিলেট জেলা আওয়ামী লীগের শ্রদ্ধা

প্রকাশিত:সোমবার, ০৭ মার্চ ২০২২ ০১:০৩

ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সিলেট জেলা আওয়ামী লীগের শ্রদ্ধা

সুরমাভিউ:-  ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন সিলেট জেলা আওয়ামী লীগ।

সোমবার (৭ মার্চ) সকাল ১১ টায় সিলেট জেলা পরিষদ প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

এ সময় স্বাধীনতার স্থপতি জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানান জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খানের নেতৃত্বে সিলেট জেলা আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দরা।

এ সংক্রান্ত আরও সংবাদ