মোঃ তাজুদুর রহমান, মৌলভীবাজার:- মৌলভীবাজারে ডিবি পুলিশের অভিযানে ১ কেজি ৯শ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি সত্য নারায়ন ভর (৭০) কে আটক করা হয়েছে।
গত বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস দল কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার টু ভাটেরা রোডের ফুলেরতল বাজারের দক্ষিণ পাশে নোয়াব আলী মার্কেটের সামন থেকে ১ কেজি ৯শ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি সত্য নারায়ন ভর (৭০)কে গ্রেফতার করা হয়েছে। মাদক কারবারি সত্য নারায়ণ ভর রাজনগর উপজেলার চাঁনবাগ চা বাগান এলাকার মৃত রাধা কৃষ্ণ ভর এর ছেলে।
মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোহাম্মদ বদিউজ্জামান জানান, আটককৃত সত্য নারায়ণ ভর এর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।