পরিবহণ শ্রমিক নেতা জালাল উদ্দীনের মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল

প্রকাশিত:রবিবার, ০৬ মার্চ ২০২২ ০৭:০৩

পরিবহণ শ্রমিক নেতা জালাল উদ্দীনের মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল

সুরমাভিউ:-  সিলেট জেলা সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন রেজি নং- ৭০৭ এর প্রতিষ্ঠাকালীন সদস্য ও সাবেক ভারপ্রাপ্ত সভাপতি জেলা কমিটি এবং জিন্দাবাজার মুক্তিযোদ্ধা উপ-পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম হাজী জালাল উদ্দীনের মৃত্যুতে জেলা কেন্দ্রীয় কার্যকরী কমিটির শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৬ই মার্চ) বিকাল ২টায় দক্ষিণ সুরমা ভার্থখলা স্টেশন রোডস্থ কেন্দ্রীয় কার্যালয়ে এই শোক সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

সিলেট জেলা সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন রেজি নং- ৭০৭ এর সভাপতি জাকারিয়া আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আজাদ মিয়ার পরিচালনায় উপস্থিত ও বক্তব্য রাখেন শ্রমিক ইউনিয়নের নির্বাচন কমিশনার মো. মানিক খান, যুগ্ম সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন, দপ্তর সম্পাদক কাওছার আহমদ, সদস্য মুহিবুর রহমান এপল, এম বরকত আলী, রাজা আহমদ রাজা, লিটন আহমদ, মো. সুজন মিয়া, মুক্তিযোদ্ধা উপ-পরিষদের সহ সভাপতি সিবলি আহমদ, সাংগঠনিক সম্পাদক ইউসুফ আলী, তামাবিল লাইন শাখার সম্পাদক মখলিস মিয়া, সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান ছাড়াও বিভিন্ন উপ-পরিষদের সভাপতি সাধারণ সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ