দ্রব্যমূল্য উর্ধ্বগতির প্রতিবাদে সিলেট জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল

প্রকাশিত:রবিবার, ০৬ মার্চ ২০২২ ১১:০৩

সুরমাভিউ:-  চাল, ডাল, তৈল, গ্যাস সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য মূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রবিবার (৬ মার্চ) বিকেলে সিলেটে জেলা ছাত্রদলের উদ্যোগে নগরীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলটি নগরীর চৌহাট্টা থেকে শুরু হয়ে বন্দর বাজার পয়েন্টে এসে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সিলেট জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমনে সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন নাদিমের পরিচালনায় উপস্থিত ছিলেন সিলেট জেলা ছাত্রদলের সহ-সভাপতি কামরান আহমদ, হেলিম খান মাসুদ সুহেদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল মোতাকব্বির সাকি, জেলা ছাত্রদলের যুগ্ন সম্পাদক আশরাফ উদ্দিন রাজিব, পলাশ চন্দ্র ধর, রেদোয়ান আহমদ, রুবেল আহমদ,জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক খালেদুর রহমান সানি, গোয়াইনঘাট উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহমদ, ফেঞ্জুগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মেহেদী হাসান রফি, জকিগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুল ইসলাম চৌধুরী, কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হিফজুর রহমান, বালাগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল মিয়া দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আবুবক্কর সিদ্দিক, সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রুফিয়ান আহমদ সবুজ , কানাইঘাট উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাসেল আহমদ চৌধুরী, গোয়াইনঘাট উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মুমিনুল হক, বালাগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাহান আহমদ, গোলাপগঞ্জ পৌর ছাত্রদলের সদস্য সচিব মাফরুজ আলম টিপু, কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইকবাল হোসেন, ফেঞ্জুগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আল মারুফ শাহজাহান, শাহজালাল ডিগ্রী কলেজ ছাত্রদলের সদস্য সচিব আমিনুল মিয়া, মদন মোহন কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আফজল হোসেন, এম.সি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এ.কে রাশেদ ৯নং ওয়ার্ড ছাত্রদলের সদস্য সচিব শাহরিয়ার হোসেন রাহিদ প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ