কোম্পানীগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা পরিষদ সদস্য হেনার মতবিনিময়

প্রকাশিত:রবিবার, ০৬ মার্চ ২০২২ ০৮:০৩

কোম্পানীগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা পরিষদ সদস্য হেনার মতবিনিময়

কোম্পানীগঞ্জ প্রতিনিধি:-  সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন সিলেট জেলা পরিষদের সংরক্ষিত সদস্য ও কোম্পানীগঞ্জ উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তামান্না আক্তার হেনা। রোববার (৬ মার্চ) কোম্পানীগঞ্জ অনলাইন প্রেসক্লাব কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক মানবজমিনের প্রতিনিধি শাব্বির আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও দৈনিক আজকের পত্রিকার প্রতিনিধি আবিদুর রহমানের পরিচালনায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক সবুজ সিলেট প্রতিনিধি আব্দুল আলীম, অর্থ সম্পাদক দৈনিক সিলেট বাণী’র প্রতিনিধি সুহেল রানা, অফিস সম্পাদক ও ফটো সাংবাদিক আনোয়ার সুমন, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক দৈনিক শ্যামল সিলেট প্রতিনিধি আকবর রেদওয়ান মনা, কোম্পানীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য ও দৈনিক জালালাবাদ প্রতিনিধি আব্দুল জলিল, কার্যনির্বাহী সদস্য ও একাত্তরের কথার ফটো সাংবাদিক ফখর উদ্দীন, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক নাজমুল হক হেলাল, কোম্পানীগঞ্জ ট্যুরিস্ট ক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব আলম প্রমুখ।

উক্ত মতবিনিময় সভায় দেশে বিরাজমান করোনা পরিস্থিতির উদ্বেগ প্রকাশ করে প্রেসক্লাবের সকল সদস্যদের মাঝে সিলেট জেলা পরিষদের পক্ষে মাস্ক ও সাবান  বিতরণ করেন জেলা পরিষদ সদস্য তামান্না আক্তার হেনা। এসময় তিনি বলেন, সাংবাদিকরা জাতির বিবেক। আপনারা সমাজ ও দেশের জন্য বর্তমানে নিরালস ভাবে কাজ করে যাচ্ছেন। এসময় তিনি সাংবাদিকদের কাছে সার্বিক সহযোগিতা কামনা করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ