বিশ্বনাথে পৌরসভার উদ্যোগে ‘মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান’ শীর্ষক সভা

প্রকাশিত:শনিবার, ০৫ মার্চ ২০২২ ১০:০৩

বিশ্বনাথে পৌরসভার উদ্যোগে ‘মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান’ শীর্ষক সভা

বিশ্বনাথ প্রতিনিধি:-  স্বাধীনতার সুবর্ণজয়ন্তী যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে সিলেটের বিশ্বনাথ পৌরসভার উদ্যোগে ‘মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান’ শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে সম্প্রতি অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুশরাত জাহান।

পৌরসভার কর নির্ধারক ও হিসাব রক্ষক (অঃ দাঃ) সাজেদুল হকের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ওয়াহিদ আলী, পৌর সহায়ক কমিটির সদস্য রফিক হাসান, জহুর আলী। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন সাজেদুল হক ও গীতাপাঠ করে অজিত চন্দ্র দেব।

অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, আসলাম আলী, পৌর সহায়ক কমিটির সদস্য ফজর আলী, রাজুক মিয়া রাজ্জাক, ইছাক আলী, আমির আলী, শামীম আহমদ প্রমুখ ব্যক্তিবর্গ।

এ সংক্রান্ত আরও সংবাদ