বিশ্বনাথে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপিকে স্বাগত জানিয়ে আওয়ামী লীগের মিছিল

প্রকাশিত:শনিবার, ০৫ মার্চ ২০২২ ০৭:০৩

বিশ্বনাথে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপিকে স্বাগত জানিয়ে আওয়ামী লীগের মিছিল

বিশ্বনাথ প্রতিনিধি:-  আগামীকাল রোববার বিশ্বনাথ উপজেলা পরিষদের নবনির্মিত প্রশাসনিক ভবনসহ প্রায় বিশটি উন্নয়ন প্রকল্পের শুভ উদ্বোধন করতে সিলেটের বিশ্বনাথে আসছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি।

রোববার বেলা ২টায় উপজেলা পরিষদ মাঠে জনসভা ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখবেন মন্ত্রী।

মন্ত্রীর এ আগমন উপলক্ষে অনুষ্ঠানকে সফল ও সুন্দর করতে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠনের উদ্যোগে এক স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেল ৪টায় উপজেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসিয়া সেতুতে এক পথসভায় মিলিত হয়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব পংকি খাঁনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ফারুক আহমেদের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলির সদস্য ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম নুনু মিয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আমির আলী চেয়ারম্যান, যুগ্ম-সাধারণ সম্পাদক মকদ্দছ আলী, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আলতাব হোসেন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আসাদুজ্জামান আসাদ, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম জুয়েল, আব্দুল আজিজ সুমন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান লিলু, প্রচার সম্পাদক নিখিল পাল, ত্রাণ সম্পাদক হাজী আব্দুল মতিন, বনও পরিবেশ সম্পাদক রুনু কান্ত দে, পৌর আওয়ামী লীগের আহবায়ক আব্দুল জলিল জালাল, যুগ্ম আহবায়ক মহব্বত আলী জাহান, সদস্য এআর চেরাগ আলী, নাঈম আহমদ, দবির মিয়া, আবদাল হোসেন, ইসলাম উদ্দিন, আবুল হোসেন, রাজু আহমেদ, প্রবাসী আওয়ামী লীগ নেতা মজনু মিয়া. উপজেলা কৃষক লীগের সভাপতি ছোরাব আলী, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান বদরুল, জেলা শ্রমিক লীগ নেতা শংকর দাশ শংকু, উপজেলা শ্রমিক লীগের সভাপতি হাজি আমির আলী, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, জেলা সেচ্ছাসেবক লীগ নেতা বিভাংশু গুণ বিভু, উপজেলা সেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপিত বদরুল আলম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিকুর রহমান, যুবলীগ নেতা ফয়জুল ইসলাম জয়, ছাত্রলীগ নেতা মিয়াদ আহমদ, সিরাজুল ইসলাম রুকন, জাকির হোসেনসহ উপজেলা আওয়ামী লীগ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

এ সংক্রান্ত আরও সংবাদ