বিশ্বনাথের যুবক খুন- দক্ষিণ আফ্রিকায় ডাকাতের ছুরিকাঘাতে

প্রকাশিত:শনিবার, ০৫ মার্চ ২০২২ ১০:০৩

বিশ্বনাথের যুবক খুন- দক্ষিণ আফ্রিকায় ডাকাতের ছুরিকাঘাতে

বিশ্বনাথ প্রতিনিধি:-  দক্ষিণ আফ্রিকায় ডাকাতদের ছুরিকাঘাতে সাজ্জাদ খান (৩৩) নামে এক বাংলাদেশী যুবক খুন হয়েছেন। গতকাল শুক্রবার (৪ মার্চ) দিবাগত মধ্যরাতে ওই দেশের পুমালাঙ্গা প্রদেশের এরমেলো শহরের পাশ্র্ববর্তী সানসিটি গ্রামে ঘটনাটি ঘটে।

নিহত সাজ্জাদের গ্রামের বাড়ি সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের খাজাঞ্চীগাঁও গ্রামে। তার পিতার নাম মৃত দিলোয়ার উদ্দিন খান।

নিহতের বড়ভাই ফয়েজ খান জানান, প্রায় ৫ বছর পূর্বে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমিয়েছিল সাজ্জাদ খান। ব্যক্তিগত জীবনে সে তিনসন্তানের জনক।

গতকাল দিবাগত রাতে দক্ষিণ আফ্রিকার এর মেলো শহরের সানসিটি গ্রামে একদল ডাকাত একটি বাংলাদেশী দোকানে হানা দিয়ে ব্যর্থ হয়। পরে পাশ্র্ববর্তী সাজ্জাদ খানের দোকানে তারা ঢুকে পড়ে। ক্যাশবক্স থেকে নিয়ে নেয় টাকা।

এ সময় ডাকাতদের চিনে ফেলায় সাজ্জাদকে ছুরিকাঘাত করতে থাকে তারা। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই মারা যান সে।

ফয়েজ খান আরও জানান, সাজ্জাদ খানের মরদেহ সেদেশের স্থানীয় হাসপাতালের মর্গে রাখা হয়েছে। সেখানকার আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দেশে আনা হবে বলে তিনি জানান।