দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

প্রকাশিত:শনিবার, ০৫ মার্চ ২০২২ ০৭:০৩

দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

সুরমাভিউ:-  বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, তারেক রহমানের উপর মিথ্যা মামলা প্রত্যাহার, দ্রব্য মূল্যের উর্ধ্বগতি ও জননেতা এম ইলিয়াস আলী সন্ধানের দাবিতে দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ মার্চ) দুপুরে মিছিলটি কদমতলী বাস টার্মিনাল থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে কিণব্রিজে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচিতে এসে মিলিত হয়।

মিছিল পূর্ববর্তী সভায় সভাপতিত্ব করেন দক্ষিণ সুরমা উপজেলা আহ্বায়ক আব্দুল মালেক মল্লিক ও সদস্য সচিব মোঃ নুরুল আমিন এর পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মতিউস সামাদ সানু, রায়হানুল হক, জাহাঙ্গির আলম লকুস, শামীম আহমদ, সদস্য আব্দুল মুকতি মকুল, শাহেদ আহমদ, এনামুল হক টিপু, হারুন মিয়া, সুজন আহমদ, বাহার উদ্দিন কুটন, মনোয়ার হোসেন মনু, এনামুল হক, রায়হান হোসেন, ফখরুল ইসলাম, জালাল উদ্দীন, আখতার হোসেন, ফয়সাল আহমদ, জুয়েল আহমদ, আতিক আহমদ প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ