কাকলী শপিং সেন্টার ব্যবসায়ী সমিতির নতুন কমিটি

প্রকাশিত:শনিবার, ০৫ মার্চ ২০২২ ১১:০৩

কাকলী শপিং সেন্টার ব্যবসায়ী সমিতির নতুন কমিটি

সুরমাভিউ:-  কাকলী শপিং সেন্টার ব্যবসায়ী সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। গত ৩ মার্চ (বৃহস্পতিবার) সন্ধ্যায় মার্কেটের ৪র্থ তলায় কাকলী শপিং সেন্টার ব্যবসায়ী সমিতির এক সাধারণ সভায় জাকারিয়া ইমরুলকে সভাপতি ও মো. শিপন খানকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষনা করা হয়।

নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ সভাপতি মুমেদ আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল আলম, কোষাধ্যক্ষ সারোয়ার আহমদ, সাংগঠনিক সম্পাদক ফয়সল মাহমুদ, সহ সাংগঠনিক সম্পাদক মনির আহমদ, প্রচার সম্পাদক বায়োজিত বেগ বুলেট, সহ প্রচার সম্পাদক আব্দুল অদুদ দিপু, ধর্ম বিষয়ক সম্পাদক হোসাইন আহমদ, সহ ধর্ম বিষয়ক সম্পাদক সজীব হোসেন, কার্যনির্বাহী সদস্য আব্দুল জলিল, মো: জাহাঙ্গীর, ফরহাদ, সুমন আহমদ, সালেহ আমদ সানি, দেলোয়ার হোসেন।

জাকারিযা ইমরুলের সভাপতিত্বে উক্ত সভায় অতিথি হিসেব উপস্থিত ছিলেন, কাকলী শপিং সেন্টারের চেয়ারম্যান এমদাদদুল হক উবেদ, কাকলী শপিং সেন্টারের এমডি মুজিবুল হক জাবেদ ও হাইব্রিড রিসোর্সেস এর এমডি রোটারিয়ান কবির আহমদ।

এ সংক্রান্ত আরও সংবাদ