শুক্রবার(৪ মার্চ) বিকালে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বড়খাল গ্রামে নিজ বাড়ি সংলগ্ন মাঠে জানাজা শেষে পার্শ্ববর্তী কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে তার প্রতি রাষ্ট্রীয় মর্যাদায় সালাম প্রদর্শন করা হয়। পুলিশ বাহিনীর একটি চৌকস দল সশস্ত্র সালাম প্রদর্শন করেন।
এ সময় নিহতের কফিনে সালাম প্রদর্শন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্র্রেট ফয়সাল আহমেদ. ওসি দেবদুলাল ধর,এস আই মিজানুর রহমান, বাংলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ আবুল হোসেন। তারা আব্দুল হালিমের মৃত্যুতে তার আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।