দুর্বৃত্তের আগুনে জালালাবাদের নোয়াগাও গ্রামে দোকান পুড়ে ছাই

প্রকাশিত:শুক্রবার, ০৪ মার্চ ২০২২ ০৭:০৩

দুর্বৃত্তের আগুনে জালালাবাদের নোয়াগাও গ্রামে দোকান পুড়ে ছাই

সুরমাভিউ:-  সিলেটের জালালাবাদ থানাধীন নোয়াগাও গ্রামে রাতের আঁধারে একটি দোকানে আগুন দিয়ে পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। এতে নগদ টাকা সহ প্রায় লক্ষাধিক টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে মো. আনসার আলী নামে এক ব্যাক্তির দোকানে আগুন দিয়ে পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা।

ক্ষতিগ্রস্থ দোকান মালিক আনসার আলী জানান, বৃহস্পতিবার আনুমানিক ১০টার দিকে আমি দোকান বন্ধ করে ঘরে চলে যাই। সকাল ৬টার দিকে হঠাৎ দোকানের দিকে তাকিয়ে আগুন দেখতে পাই। কিন্তু ততক্ষণে সব কিছু শেষ হয়ে গেছে। দোকানের মালামালসহ দোকান গৃহ পুড়ে ছাই হয়ে যায়। দোকানের আগুন নিভানোর সময় একটি দরজা ভাঙ্গার চিহ্নও দেখতে পাই। কেউ শত্রুতামূলক ভাবে প্রথমে আমার দোকানের মালামাল লুট করে পরে কেরোসিন অথবা পেট্রল দিয়ে আগুন লাগিয়ে দেয় বলে ধারনা তার।
ব্যবসায়ী আনসার আরো জানান, অগ্নিকান্ডের ঘটনা এটা কারো পূর্ব পরিকল্পিত বলে মনে হচ্ছে। সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দুস্কৃতকারীদের আইনের আওতায় এনে শাস্তি প্রদানে আমি প্রশাসনের উর্ধ্বতন মহলের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি।

এসআই ওমর ফারুক ও স্থানীয় ৪নং ইউপি মেম্বার ফরিদ মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেন আইনি সহোযোগিতা নেওয়ার পরামর্শ দেন।

এ সংক্রান্ত আরও সংবাদ