ইয়াংস্টার সমাজকল্যাণ সংস্থার নির্বাচন সম্পন্ন : সভাপতি মতিউর রহমান, সেক্রেটারি আব্দুল বাছিত

প্রকাশিত:শুক্রবার, ০৪ মার্চ ২০২২ ০৮:০৩

সুরমাভিউ:-  সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ইয়াংস্টার সমাজকল্যাণ সংস্থা (গভঃ রেজিঃ নং-১২৩৭/১৪) এর ৬ষ্ট দ্বি-বার্ষিক নির্বাচন-২০২২ সম্পন্ন হয়েছে। শুক্রবার (৪ মার্চ) ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে সাহেবের বাজার হাই স্কুল এন্ড কলেজের ভোট কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি সাভাবিক রাখতে মাঠে ছিল কালাগুল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. আব্দুল আজিজ, সঙ্গীয় ফোর্সনসহ অন্যান্য পুলিশ সদস্যরা।

নির্বাচনে সভাপতি পদে ২০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি ও সিলেট প্রতিদিনের সদর উপজেলা প্রতিনিধি মো. মতিউর রহমান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী মো. ইমরান হোসেন ১১ ভোট পান। সহ-সভাপতি পদে সাহেদ আহমদ ১৬ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আবু সাঈদ শাহীন ১৫ ভোট পান।
সাধারণ সম্পাদক পদে মো. আব্দুল বাছিত ১৭ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মো. আতিউর রহমান ১৪ ভোট পান। সহসাধারণ সম্পাদক পদে মো. সাইদুর রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সাংগঠনিক সম্পাদক পদে মো. জাহেদ আহমদ ১৯ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মো. রফিক মিয়া ১২ ভোট পান।

সহ-সাংগঠনিক সম্পাদক পদে মো. সাইফুল আলম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। অর্থ সম্পাদক পদে মো. আব্দুল মালিক ২৪ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মো. আলমগীর হোসেন ৭ ভোট পান। সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক পদে মো. আব্দুস শহীদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

প্রচার সম্পাদক পদে মো. কফিল উদ্দীন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সহ-প্রচার সম্পাদক পদে মো. মাছুম আহমদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে মো. খায়রুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। কার্যনির্বাহী সদস্য পদে ২ জন নির্বাচিত হয়েছেন তারা হলেন মো. জাবের হোসেন সামন ২১ ভোট পেয়ে ১ম ও মুতলিব মিয়া ১৫ ভোট পেয়ে ২য় হন।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন- সাহেবের বাজার হাই স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান মো. হারুন-অর-রশীদ। সহকারী কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেন সাহেবের বাজার সুন্নিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আব্দুর রউফ ও বিশিষ্ট সমাজসেবক মো. ইমাম উদ্দিন।

প্রিজাইটিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন- সাহেবের বাজার হাই স্কুল এন্ড কলেজের প্রভাষক মো. আব্দুল মুক্তার। সহ-প্রিজাইটিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন- সাহেবের বাজার হাই স্কুল এন্ড কলেজের প্রভাষক মো. মাহবুবুর রহমান।

নির্বাচন সফল ও সুষ্ঠুভাবে সম্পন্নে সকলের সর্বাত্মক সহযোগিতা ও পুলিশ প্রশাসনসহ উপস্থিত জনসাধারণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার মো. হারুন-অর-রশীদ।

এ সংক্রান্ত আরও সংবাদ