শব্দ দূষণ পরিহার করার মাধ্যমে বধিরতা প্রতিরোধ করা সম্ভব : ডা. নূরুল হুদা নাঈম

প্রকাশিত:বৃহস্পতিবার, ০৩ মার্চ ২০২২ ০৭:০৩

শব্দ দূষণ পরিহার করার মাধ্যমে বধিরতা প্রতিরোধ করা সম্ভব : ডা. নূরুল হুদা নাঈম

সুরমাভিউ:-  এনজেএল ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. নূরুল হুদা নাঈম বলেছেন, শব্দ দূষণ পরিহার করার মাধ্যমে বধিরতা প্রতিরোধ করা সম্ভব। উচ্চ শব্দ, হেডফোন, গাড়ির হর্ন, কন্সট্রাকশন, আতশবাজি, এবং মেটালিক সং এইগুলা শোনার মাধ্যমে আমরা নিজেরাই নিজেদের শ্রবনের ক্ষতি করি। এইসব এড়িয়ে চলার মাধ্যমে আমরা শোনার যত্ম করতে পারি। এবং বিশেষ করে হেডফোন ব্যবহারের ক্ষেত্রে সিক্সটি সিক্সটি রুলস মানার ব্যাপারে জোর দিতে হবে। কারণ বিশেষ করে করোনার সময়ে আমরা সবাই হেডফোন ব্যবহারে অভ্যস্ত হয়ে গেছি। নিজে এবং পরিবারের সবাইকে শ্রবণের এই বিরাট ক্ষতি থেকে রক্ষা করার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। সিক্সটি সিক্সটি রুলস হচ্ছে হেডফোনের ভলিউম সিক্সটি পারসেন্টের বেশি নয়। এবং একটানা ৬০ মিনিটের বেশি শোনা নয়। এই রুলস মানার মাধ্যমে আমরা আমাদের শ্রবণের সমস্যা থেকে নিজেকে বাঁচাতে পারি। আতশবাজি এবং বম ব্লাস্টিং ১০ সেকেন্ডের মধ্যে মানুষের শ্রবণ ক্ষমতা কেড়ে নিতে পারে।

‘শুনতে চাইলে আজীবন, শোনায় চাই সযতন’ প্রতিপাদ্য স্লোগানে বিশ্ব শ্রবণ দিবস উপলক্ষে এনজেএল ইএনটির উদ্যোগে আয়োজিত র‌্যালি ও সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপনে তিনি একথা বলেন।

আজ বৃহস্পতিবার বিকালে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনার থেকে বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়ে কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ ভবনে শেষ হয়।

র‌্যালি পরবর্তীতে শহীদ সুলেমান হলে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন এনজেএল ফাউন্ডেশন এর সদস্য সচিব এডভোকেট রেজাউল করিম তালুকদার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এনজেএল গর্বিত মা বাবা সম্মাননার আহ্ধসঢ়;বায়ক এডভোকেট আব্দুল মুকিত অপি ও ইমজা’র সভাপতি মঈন উদ্দিন মঞ্জু।

নাক কান গলা বিশেষজ্ঞ ডা. আব্দুল হাফিজ শাফি’র পরিচালনায় এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সাংবাদিক হাসান মো. শামীম, এনজেএল ইএনটি সেন্টারের জেনারেল ম্যানেজার কিংকন রায়, সিলেট জেলা ট্রাক কাভার্ড ভ্যান মালিক সমিতির সভাপতি সৈয়দ মকসুদ আহমদ, সাধারণ সম্পাদক মইনুল হক, কার্যকরী পরিষদের সভাপতি হাজী শায়েস্তা মিয়া, সিলেট জেলা ট্রাক কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি মো. দিলু মিয়া, সাবেক যুগ্ম সম্পাদক মুজিবুর রহমান প্রমূখ।

এ সংক্রান্ত আরও সংবাদ