মাদ্রাসা-ই হযরত আবু বকর সিদ্দিক (রাঃ) এর বার্ষিক ইসলামী সম্মেলন আগামী বুধবার

প্রকাশিত:বৃহস্পতিবার, ০৩ মার্চ ২০২২ ০৪:০৩

মাদ্রাসা-ই হযরত আবু বকর সিদ্দিক (রাঃ) এর বার্ষিক ইসলামী সম্মেলন আগামী বুধবার

সুরমাভিউ:-  গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের কায়স্থগ্রামে অবস্থিত মাদ্রাসা-ই হযরত আবু বকর সিদ্দিক (রাঃ) এর বার্ষিক ইসলামী সম্মেলন আগামী ৯ মার্চ রোজ বুধবার মাদ্রাসার মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

শামসুল উলামা হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.)’র সুযোগ্য ছাহেবজাদা আল্লামা মুফতী গিয়াস উদ্দিন চৌধুরী ফুলতলী সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বয়ান পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, গবেষক, বাগী অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ কাফীলুদ্দীন সরকার সালেহী।

এছাড়া আরো বয়ান পেশ করবেন মুফতি আব্দুর রহমান নিজামী লন্ডন, মাওলানা আবু আব্দিল্লাহ মুহা. আইনুল হুদা আমেরিকা, অধ্যক্ষ মাওলানা শিহাব উদ্দিন আলীপুরী, মাওলানা মারজান আহমদ চৌধুরী ফুলতলী।

এতে আরও দেশবরেণ্য উলামায়ে কেরাম বয়ান পেশ করবেন।

মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে সকলের সর্বাত্মক সহযোগীতা ও উপস্থিতি কামনা করা হয়েছে।

উল্লেখ্য বাদ যোহর প্রধান অতিথি অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ কাফীলুদ্দীন সরকার সালেহী বয়ান পেশ করবেন।

এ সংক্রান্ত আরও সংবাদ