২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
প্রকাশিত:বৃহস্পতিবার, ০৩ মার্চ ২০২২ ০৩:০৩
বিশ্বনাথ প্রতিনিধি:- ভাষা দিবস যেতে না যেতেই ময়লায় ছেয়ে গেছে সিলেটের বিশ্বনাথ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার। কেবল ভাষা দিবস এলেই চলে মৌসুমি পরিচ্ছন্নতা অভিযান।
শহীদদের শ্রদ্ধা নিবেদন শেষে এটির আর খবর রাখেনা কেউ। বাস্তবে সারা বছর অযত্নে- অবহেলায় পড়ে থাকে এই স্মৃতির মিনার।
অরক্ষিত মিনারে দিনের বেলা অনেকে জুতা-সেন্ডেল পরেই বেদিতে ঘোরাফেরা করে। অনেক সময় ওখানে শুয়ে রয় ছাগল-কুকুর। মূল বেদিসহ চারপাশে ছড়িয়ে-ছিটিয়ে থাকে ময়লা-অবর্জনা।
এতে শহীদ মিনারের যথাযথ মর্যাদা, পবিত্রতা ও ভাবগাম্ভীর্য রক্ষার বিষয়টি হানি হচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন সাংস্কৃতিক কর্মীসহ স্থানীয়রা।
সোমবার (২৮ ফেব্রয়ারি) বিকেলে উপজেলার ভেতরে নির্মিত শহীদ মিনারে সরেজমিন গিয়ে দেখা যায়, শহীদ মিনারের মুল বেদির সম্মুখে ফুটবল খেলছে কিশোরেরা। ৫-৬ জন দৌড়ঝাপ করছে বেদিকে ঘিরে।
মিনারে উপর ও তার চারপাশে গাছের পাতা-ডাল, নিষিদ্ধ পলিথিন, ককসিট বেহাল অবস্থায় পড়ে আছে। অথচ উপজেলার ভেতরেই রয়েছে সব কর্মকর্তাদের কার্যালয়। বছর ব্যাপী শহীদ মিনারের এ হাল হলেও নজরে পড়ে না কারও।
বিশ্বনাথ থিয়েটারের সভাপতি নাট্যকর্মী আনহার আলী বলেন, শহীদ মিনার শুধু ইট-পাথরের তৈরী কোন বেদি নয়। এটি জাতীর শ্রদ্ধা, আবেগ ও ভালোবাসর বিষয়। শহীদ মিনারের প্রতি অবহেলা, ভাষা শহীদদের অমর্যাদার শামিল। শহীদ মিনারের পবিত্রতা রক্ষায় হাইকোর্টেরও বিশেষ নির্দেশনা রয়েছে। স্থানীয় প্রশাসনের কাছে আমাদের চাওয়া, এটি যেন সবসময় পরিস্কার-পরিছন্ন ও আদরে রাখা হয়।
এ বিষয়ে কথা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান বলেন, বিষয়টি কাল থেকে গুরুত্বসহকারে দেখবো। সেই সাথে আরেকটি শহীদ মিনার নির্মাণের জন্য জেলা পরিষদকে লিখেছি। বরাদ্দ হলে সুন্দর করে, নতুন একটি শহীদ মিনার নির্মাণ করা হবে বলে তিনি জানান।
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766