পরিবেশ ধ্বংস করে মাটি কাটা: গোয়াইনঘাটে দুই ব্যক্তিকে জরিমানা

প্রকাশিত:বৃহস্পতিবার, ০৩ মার্চ ২০২২ ০২:০৩

পরিবেশ ধ্বংস করে মাটি কাটা: গোয়াইনঘাটে দুই ব্যক্তিকে জরিমানা

সুরমাভিউ:-  গোয়াইনঘাটর তোয়াকুলে পরিবেশ নষ্ট করে অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে অভিযান চালায় উপজেলা প্রশাসন। গোয়াইনঘাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হোসেনের একটি মামলায় দুইজন ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মাহবুবুর রহমান, সালুটিকর ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা মোহাম্মদ বুরহান উদ্দিন, গোয়াইনঘাট থানার এসআই মোস্তাক আহমদ প্রমুখ।

মান্যবর সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হোসেন বলেন, এরকম অভিযান বিভিন্ন এলাকায় সবসময় অব্যাহত থাকবে। তাই সবাইকে অবৈধভাবে মাটি কাটা থেকে বিরত থাকার জন্য তিনি অনুরোধ করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ