নবারুণ উচ্চ বিদ্যালয় ও কলেজের নবীন বরণ

প্রকাশিত:বৃহস্পতিবার, ০৩ মার্চ ২০২২ ০৭:০৩

নবারুণ উচ্চ বিদ্যালয় ও কলেজের নবীন বরণ

সুরমাভিউ:-  বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে দক্ষিণ সুরমার নবারুণ উচ্চ বিদ্যালয় ও কলেজের ২০২১-২২ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ মার্চ) অনুষ্ঠিত নবীন বরণ অনুষ্ঠানে কলেজের শিক্ষক শিক্ষার্থীরা ফুল দিয়ে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেয়। এসময় কলেজ হলরুমে এক অনন্দঘন পরিবেশ বিরাজ করে।

নবারুণ উচ্চ বিদ্যালয় ও কলেজ পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ লিয়াকত আলীর সভাপতিত্বে সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ মোঃ আবু ইউসুফ।

শিক্ষক হেলাল আহমদের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ ওলিদুর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সমাজসেবী কামাল উদ্দিন তুরণ, রুস্তম আলী, কলেজ গভর্ণিং কমিটির শিক্ষানুরাগী সদস্য আব্দুল আহাদ ইসলাম, সিলাম ইউপি সদস্য ময়নুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ নেতা জালাল উদ্দিন, তুহিন আহমদ চৌধুরী, নবারণ শিশু বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মাহবুব আহমদ চৌধুরী, দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের সদস্য সচিব মোহাম্মদ নুরুল ইসলাম, শ্রমিক লীগ নেতা কিবরিয়া আহমদ অপু, দক্ষিণ সুরমা সমাজ কল্যাণ সমিতি সিলাম ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক আব্দুর রহমান, উপজেলা স্বাস্থ্য কম্প্লেক্সের সিএইচটিসি জাহেদুর রহমান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, শিক্ষক সাদেকা আক্তার, শিক্ষক সাহেদ আহমদ, শিক্ষার্থী সাবিনা বেগম, শিক্ষার্থী রায়না আক্তার প্রিয়া, সোনিয়া আক্তার, সাকিব আহমদ প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ