২৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৪ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
প্রকাশিত:বৃহস্পতিবার, ০৩ মার্চ ২০২২ ০৪:০৩
দোয়ারাবাজার প্রতিনিধি:- করোনা মহামারির কারনে দীর্ঘ ২০ মাস পর (২ মার্চ) বুধবার সারা দেশের ন্যায় দোয়ারাবাজার উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে একাদশ শ্রেনীর ওরিয়েন্টেশন ক্লাস চালু করা হলেও উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বড়খাল স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেনী তালাবদ্ধ থাকতে ছিল।
সরজমিনে গিয়ে দেখা যায় শ্রেণীকক্ষটি তালাবদ্ধ
প্রতিষ্টান থেকে শিক্ষার্থীদের ফিরে যেতে। এবিষয়ে কলেজে আসা একাদশ শ্রেনীর একাদিক শিক্ষার্থীদের প্রশ্ন করা হলে তারা ক্ষোভের মুখে শিক্ষার্থীরা বলেন কলেজে নতুন ভর্তি হয়েছি। আনন্দের সাথে কলেজে এসে প্রথমদিনের ক্লাসে বসতে পারেনি। বাকি দিনগুলো উক্ত কলেজে কেমন কাটবে। এ নিয়ে এলাকায়
সমালোচনার ঝড় চলছে।
এ বিষয়ে বড়খাল স্কুল এন্ড কলেজের সহকারি অধ্যাপক জহিরুল হাসান ভূইয়া জানান, অধ্যক্ষ নজির আহমদ গত ২৩ ফেব্রুয়ারি থেকে ২ মার্চ বুধবার পর্যন্ত প্রতিষ্টানে আসেনি। একাদশ শ্রেনীর কোন ক্লাস রুটিন আমাদের দেয়নি। যার ফলে একাদশ শ্রেনীর ক্লাসের কোন নির্দেশনা না পাওয়ায় ওরিয়েন্টেশন ক্লাস করা সম্ভব হয়নি।
এবিষয়ে বড়খাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নাজির আহমদ জানান, অসুস্থতার কারনে আমি প্রতিষ্টানে আসতে পারিনি। প্রতিষ্টানে একাদিক সহকারি অধ্যাপক ও রয়েছেন। একাদশ শ্রেনীর ওরিয়েন্টেশন ক্লাসটি না করা তাদের দায়িত্বের অবহেলা।
এবিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষাঅফিসার আজাদুর রহমান ভূইয়া জানান, একাদশ শ্রেনীর ওরিয়েন্টেশন ক্লাসটি কেন হলো না প্রতিষ্টান প্রধানের সাথে যোগাযোগ করে জানাবো।
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766