কাকুয়ারপার সিলভার সিটিতে তাফসীরুল কুরআন মাহফিল সম্পন্ন

প্রকাশিত:বৃহস্পতিবার, ০৩ মার্চ ২০২২ ০৯:০৩

কাকুয়ারপার সিলভার সিটিতে তাফসীরুল কুরআন মাহফিল সম্পন্ন

সিলেট অফিস।। সিলেটের এয়ারপোর্ট থানাধীন খাদিমনগর ইউনিয়নের কাকুয়ারপারের সিলভার সিটি আবাসিক এলাকায় অবস্থিত হাজী আব্দুছ ছালাম চৌধুরী জামে মসজিদ কমিটির উদ্যোগে বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল সম্পন্ন হয়েছে।

গতকাল বুধবার মসজিদ প্রাঙ্গণে বাদ জোহর হতে মধ্যরাত পর্যন্ত অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি ছিলেন হযরত মাওলানা মুফতী নাছির উদ্দিন বি-বাড়ীয়া।

আব্দুছ ছালাম চৌধুরী জামে মসজিদের মোতয়াল্লি মাওলানা মাহমুদ সোয়াইব, খতীব নিয়ামত উল্লাহ ও ইদ্রিস মিয়ার সভাপতিত্বে এবং মাহমুদ ইমতিয়াজ রাফি ও সাব্বির আহমেদ এর পরিচালনায় মাহফিলে বয়ান পেশ করেন সালেহ নজীব আল আইয়ূবী গোলাপগঞ্জি,মিজানুর রহমান জগন্নাথপুরী,কাকুয়ারপার বিমানবন্দর জামে মসজিদের ইমাম ও খতীব মাওলানা হাফিজ হাসান আহমদ,সুফিয়ান আহমেদ ফারুকী।

মাহফিলে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, এয়ারপোর্ট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুন্সি শামসুদ্দিন আহমদ,বিশিষ্ট সমাজ সেবক হুমায়ুন আহমেদ মাসুক, হাসান আহমদ, হাফিজ আলী,সৈয়দ আকির আলী,এডভেঞ্চার ওয়াল্ড পার্কের জি এম তোফায়েল আহমেদ,

আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট মুরুব্বি আতাবুল মিয়া,বাবুল মিয়া,আজমল মিয়া,সমসু মিয়া,জামাল আহমেদ,রানা মিয়া,বাবুল মিয়া,শামীম, আব্দুল হান্নান,দুলাল মিয়া,আনু মিয়া,মুফতি আমিন উদ্দিন জালালাবাদী, আলাল মিয়া,জব্বার মিয়া,রেজুয়ান আহমেদ, তারা মিয়া,মুহী,সহ আরো অনেকই।

মাহফিলের সার্বিক তত্বাবধানে ছিলেন মসজিদ কমিটির সেক্রেটারি এমদাদুল হক সোহাগ, সহ সেক্রেটারি মোঃ মানিক মিয়া সরকার, সদস্য আব্দুস ছালাম, ও আল আমিন মনা।

 

এ সংক্রান্ত আরও সংবাদ