শ্রীমঙ্গলে দৈনিক আমাদের কন্ঠ পত্রিকার ১৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

প্রকাশিত:বুধবার, ০২ মার্চ ২০২২ ১১:০৩

শ্রীমঙ্গলে দৈনিক আমাদের কন্ঠ পত্রিকার ১৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

অরবিন্দ দেব, শ্রীমঙ্গল প্রতিনিধি শ্রীমঙ্গল প্রতিনিধি:-  মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দৈনিক আমাদের কন্ঠ পত্রিকার ১৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।

বুধবার (২ মার্চ) দুপুর ২টা ৩০ মিনিটে শ্রীমঙ্গল প্রেসক্লাব হল রুমে দৈনিক আমাদের কন্ঠ পত্রিকার শ্রীমঙ্গল প্রতিনিধি মো. শাকির আহম্মেদ এর সঞ্চালনায় আলোচনা সভা ও কেক কাটার মধ্যদিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি বিশ্বজ্যেতি চৌধুরী, প্রেসক্লাবের সহ সভাপতি দীপষ্কর ভট্টাচার্য্য লিটন, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সৈয়দ ছায়েদ আহমদ, প্রেসক্লাবের সহ-সম্পাদক(ক্রীড়া ও সাংস্কৃতিক) মো. মামুন আহম্মেদ, সাংবাদিক সনেট দেব চৌধুরী, সাংবাদিক ঝলক দত্ত, দিনকাল পত্রিকার শ্রীমঙ্গল প্রতিনিধি রুবেল আহমদ, করতোয়া পত্রিকার শ্রীমঙ্গল প্রতিনিধি, নূর মোহাম্মদ সাগর, দেশ রূপান্তর পত্রিকার শ্রীমঙ্গল প্রতিনিধি মো. সুমন মিয়া, জবাবদিহি পত্রিকার শ্রীমঙ্গল প্রতিনিধি শামসুল ইসলাম শামীমসহ বিভিন্ন গনমাধ্যমের প্রতিনিধিরা।

সভায় বক্তারা দৈনিক আমাদের কন্ঠ পত্রিকার ভবিষ্যৎ সফলতা কামনা করেন এবং সেই সাথে এই পত্রিকাটি যেন সব সময় গণ মানুষের কন্ঠস্বর হিসেবে প্রতিফলিত হয় এই আশাবাদ ব্যাক্ত করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ