সিলেট জেলা প্রশাসক কার্যলয় প্রাঙ্গণে বাংলাদেশ কালেক্টরেট সহকারি সমিতির কর্মবিরতি পালন

প্রকাশিত:মঙ্গলবার, ০১ মার্চ ২০২২ ০৭:০৩

সিলেট জেলা প্রশাসক কার্যলয় প্রাঙ্গণে বাংলাদেশ কালেক্টরেট সহকারি সমিতির কর্মবিরতি পালন

সুরমাভিউ:-  বিভাগীয়, জেলা ও উপজেলা প্রশাসনে কর্মরত ১৩-১৬ তম গ্রেডের কর্মচারীদের পদবী পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীতকরণের দাবীতে বাংলাদেশ কালেক্টরেট সহকারি সমিতি (বাকাসস), কেন্দ্রীয় কমিটি, ঢাকা কর্তৃক ঘোষিত ১ মার্চ (মঙ্গলবার) হতে দাবি আদায় না হওয়া পর্যন্ত পূর্ণ দিবস কর্মবিরতি পালন করেছে বাংলাদেশ কালেক্টরেট সহাকারী সমিতি (বাকাসস), সিলেট জেলা শাখা।

(১ মার্চ) মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সিলেট জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে এই কর্মবিরতি পালন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কালেক্টরেট সহাকারী সমিতি (বাকাসস), সিলেট জেলা শাখার সভাপতি কামরুজ্জামান, সাধারণ সম্পাদক আলী মুজ্জামান, সহ-সভাপতি ফরিদ আহমদ, মহিলা সম্পাদিকা শাহনাজ পারভীন, সাংগঠনিক সম্পাদক ফিরোজ আহমদ, সিনিয়র নেতা হাসান আহমদ, শাস্বতি নন্দী সোমা, অর্থ সম্পাদক মিজানুর রহমান প্রমুখ। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ