সাম্রাজ্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের বিক্ষোভ সমাবেশ

প্রকাশিত:মঙ্গলবার, ০১ মার্চ ২০২২ ০৯:০৩

সাম্রাজ্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের বিক্ষোভ সমাবেশ

সুরমাভিউ:-  জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলা শাখার উদ্যোগে মঙ্গলবার (১ মার্চ) বিকাল ৪টায় ক্বীন ব্রিজের মুখ হতে (উত্তর পার) এক বিক্ষোভ মিছিল শুরু হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কোর্ট পয়েন্টে এক সমাবেশে মিলিত হয়।

জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলা শাখার সহ-সভাপতি মোঃ সুরুজ আলীর সভাপতিত্বে সভা পরিচালনা করেন দপ্তর সম্পাদক রমজান আলী পটু।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক শাহীন আলম, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা শাখার সভাপতি মোঃ সুরুজ আলী, সাধারণ সম্পাদক মোঃ ছাদেক মিয়া, জাতীয় ছাত্রদল সিলেট জেলা শাখার অন্যতম নেতা বদরুল আজাদ,  সিলেট জেলা প্রেস শ্রমিক ইউনিয়নের সভাপতি আবুল কালাম আজাদ সরকার, স’মিল শ্রমিক ফেডারেশন (রেজি নংঃ বি-২২০০) সহ-সাধারণ সম্পাদক রুহুল আমিন, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সাবেক সাংগঠনিক সম্পাদক ইমান আলী, জাতীয় ছাত্রদল সিলেট জেলা শাখার সাবেক সভাপতি মামুন আহমদ খাঁন সহ প্রমুখ।

এসময় বক্তারা বলেন, বর্তমান বাজারদরের সাথে সঙ্গতি রেখে একজন মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত পরিবারের বেঁচে থাকা কষ্টসাধ্য বৈকি দূরুহ হয়ে পড়েছে, সরকারের খামখেয়ালি মনোভাবের কারণে প্রতি ১৫ দিন পর পর তেল সহ নান পণ্যের দাম বাড়ানো হচ্ছে, যা দেখার কেউ নেই। তার সাথে বর্তমান  বাজার ও প্রভাব বলয় পুনর্বণ্টন নিয়ে আন্তঃসাম্রাজ্যবাদী দ্বন্দ্বের প্রেক্ষাপটে রুশ সাম্রাজ্যবাদ কর্তৃক ইউক্রেনে হামলা এবং অন্যান্য পুঁজিবাদী- সাম্রাজ্যবাদী দেশগুলোর যুদ্ধ উন্মাদনা বিশ্বকে অস্থির করে তুলেছে। ওরা মানুষের জীবন, প্রকৃতি ও সভ্যতাকে ধ্বংশ করতে মরিয়া।নেতৃবৃন্দ ইউক্রেনে হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এই  অন্যায় যুদ্ধের বিরুদ্ধে বিশ্বব্যাপী শ্রমিক-কৃষক-জনগণকে সোচ্ছার হওয়ার আহ্বান জানান।

নেতৃবৃন্দ আরো বলেন, আজ ইউক্রেনসহ বিশ্ব জনগণের ওপর চাপিয়ে দেওয়া অন্যায়যুদ্ধকে প্রতিহত করতে শ্রমিকশ্রেণির নেতৃত্বে জনগণের ন্যায়যুদ্ধ তথা পুঁজিবাদী-সাম্রাজ্যবাদী দেশসমূহে সমাজতান্ত্রিক বিপ্লব এবং নয়া ঔপনিবেশিক আধা-সামন্তবাদী দেশসমূহে জাতীয় গণতান্ত্রিক বিপ্লব অগ্রসর করার বিকল্প নেই।

এ সংক্রান্ত আরও সংবাদ