২৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৪ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
প্রকাশিত:মঙ্গলবার, ০১ মার্চ ২০২২ ০৬:০৩
অরবিন্দ দেব, শ্রীমঙ্গল প্রতিনিধি:- মুজিব বর্ষের অঙ্গীকার, বীমা হোক সবার এই প্রতিপাদ্যকে সামনে রেখে শ্রীমঙ্গলে প্রতি বছরের ন্যায় এবারও নানান কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয় বীমা দিবস ২০২২ পালিত হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে আনন্দ র্যালি ও শোভাযাত্রা বের করা হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা হলরুমে সবাই একত্রিত হন।
পরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে জাতীয় বীমা দিবস উপলক্ষে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় সকলে অংশ নেন সবাই।
সন্ধ্যানী লাইফ ইন্স্যুইরেন্স কোম্পানীর সিলেট বিভাগীয় সমন্বয়কারী মোহাম্মদ কামরুজ্জামান মহসিনের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন, শ্রীমঙ্গল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নেছার উদ্দিন।
এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, মেঘনা লাইফ ইন্স্যুইরেন্স কোঃ লিঃ এর ডিভিশনাল কো-অর্ডিনেটর প্রদীপ দেবনাথ, ন্যাশনাল লাইফ ইন্সুইরেন্স এর জোন প্রধান মোঃ আন্নাছ মিয়া, পদ্মা লাইফ ইন্স্যুইরেন্স কোঃ লিঃ শ্রীমঙ্গলের ইনচার্জ ও জি.এম মো. সাবজুল আলম, চার্টার্ড লাইফ ইন্স্যুইরেন্স কোম্পানি লিমিটেড শ্রীমঙ্গল অফিস ইনচার্জ, আমিনুর রশিদ রুমান প্রমুখ।
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766