২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
প্রকাশিত:সোমবার, ২৮ ফেব্রু ২০২২ ০৯:০২
মোঃ তাজুদুর রহমান, মৌলভীবাজার:- মৌলভীবাজারের রাজনগর থানা পুলিশ শুভন মাহমুদ(২৮) নামে ভুয়া সিআইডি কর্মকর্তা পরিচয়দানকারী এক প্রতারককে গ্রেফতার করেছে।
রবিবার ( ২৭) ফেব্রুয়ারী বিকালে রাজনগর থানার টেংরা বাজারের সর্দার শাহ ফার্মেসিতে প্রেসক্রিপশন ছাড়া ঔষধ বিক্রি হচ্ছে, এই মর্মে ভয় দেখিয়ে ৮ হাজার টাকা দাবি করলে স্থানীয় জনতা এই ভুয়া সিআইডি কর্মকর্তাকে চ্যালেঞ্জ করে রাজনগর থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে ভুয়া সিআইডি কর্মকর্তা পরিচয়দানকারী প্রতারক শুভন মাহমুদকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
রাজনগর থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম বলেন, ভুয়া সিআইডি কর্মকর্তা পরিচয়দানকারী প্রতারকের নাম শুভন মাহমুদ। সে রংপুর জেলার কাউনিয়া থানার আব্দুল আউয়ালের ছেলে।
প্রতারক শুভন মাহমুদের বিরুদ্ধে মৌলভীবাজার জেলার বড়লেখা থানাসহ বিভিন্ন থানায় ৭ টি মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766