বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় সিলেট জেলা শিক্ষক সমিতির অভিষেক সম্পন্ন

প্রকাশিত:সোমবার, ২৮ ফেব্রু ২০২২ ০৬:০২

বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় সিলেট জেলা শিক্ষক সমিতির অভিষেক সম্পন্ন

সুরমাভিউ:-  বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় সিলেট জেলা শিক্ষক সমিতির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
সোমবার (২৮ ফেব্রুয়ারি) নগরীর জিন্দাবাজারস্থ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় সিলেট জেলা শিক্ষক সমিতির সভাপতি আ. হ. ম গোলাম রব হাসনু এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিপ্লব পুরকায়স্থ এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী।

প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. মোফাজ্জেল হোসেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির নির্বাহী সভাপতি মো. জাহিদুর রহমান বিশ্বাস, মহা সম্পাদক মো. আনোয়ার হোসেন ভূইয়া।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সমিতির সিনিয়র সহ সভাপতি সহিদ উল্লাহ, মো. আব্দুল কাইয়ুম, প্রতিভা রাণী দাশ, মো. আতাউর রহমান, মো. তোফায়েল আহমদ চৌধুরী, আব্দুর রব, খাদিজা বেগম, লুৎফা বেগম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সঞ্জয় কুমার দাশ, সহ-সাধারণ সম্পাদক যাদু বেন্দ্র পাল, মুহিবুল কিবরিয়া মাসুক, ভূদেব রঞ্জন চন্দ, বিপ্লবী পাল, সুমনা চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মহেশ কুমার দাশ, সহ-সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল কাদির, অর্থ সম্পাদক কাজল রায়, সহ-অর্থ সম্পাদক সুভাষ রঞ্জন দাস, দপ্তর সম্পাদক আব্দুর রহিম, সহ-দপ্তর সম্পাদক অনন্ত শীল, তথ্য ও প্রচার বিষয়ক সম্পাদক হিমাংশু রায়, সহ-তথ্য ও প্রচার বিষয়ক সম্পাদক মোহাম্মদ শামছুন নূর, কাব বিষয়ক সম্পাদক শিল্পী দাস, শিক্ষা, গবেষণা ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মো. আব্দুল গফুর মজুমদার, সমবায় বিষয়ক সম্পাদক অনিল শর্মা, সহ-সমবায় বিষয়ক সম্পাদক মো. শামছু উদ্দিন, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ননী গোপাল দাস, সহ-ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বিদ্যুৎ রঞ্জন দাশ, রাজিয়া বেগম, মহিলা বিষয়ক সম্পাদক শুকলা রাণী দেব, সহ-মহিলা বিষয়ক সম্পাদক মনোয়ারা বেগম, জান্নাতুল ফেরদৌসী, কো-অপট সদস্য নিরঞ্জন চন্দ্র দাস, সুজাতা রাণী দে, দিলারা বেগম, সাধন চন্দ্র পাল, মোহাম্মদ বাবুল মিয়া, এলিজা বেগম প্রমুখ। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ