৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
প্রকাশিত:রবিবার, ২৭ ফেব্রু ২০২২ ১০:০২
অরবিন্দ দেব, শ্রীমঙ্গল প্রতিনিধি:- মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ব্যাটারীচালিত অটোরিক্সার ধাক্কায় গুরুতর আহত হয়েছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), টিঁআইবি’র এরিয়া কো-অর্ডিনেটর পারভেজ কৈরী ও তার ৬ বছরের শিশু কন্যা পারমিতা কৈরী।শুক্রবার রাতে শ্রীমঙ্গল শহরের হবিগঞ্জ রোডস্থ বাসট্য্যান্ড এলাকায় দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা পারভেজ কৈরী ও তার মেয়ে পারমিতা কৈরীকে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত ডাক্তার দ্রুত মৌলভীবাজার সদর হাসপাতালে রেফার করেন। পরে মৌলভীবাজার সদর হাসপাতালের সার্জারী বিভাগের ডাক্তার অশোক ঘোষের মাধ্যমে উনার হাতের সাজার্রী করা হয় মুক্তি মেডিক্যালে এবং মেয়ের অবস্থা গুরুতর হলে শনিবার মৌলভীবাজার সদর হাসপাতালে তার চিকিৎসা শেষে পায়ে প্লাস্টার করা হয়েছে। ধাক্কা দিয়ে ঘটনাস্থল থেকে ওই ব্যাটারীচালিত অটোরিক্সাটি পালিয়ে যায়।
পারভেজ কৈরী জানান, শুক্রবার শিল্পী কল্যান সংস্থা শ্রীমঙ্গল এর আয়োজনে শ্রীমঙ্গল উত্তররসুরস্থ টি হ্যাভেন রিসোর্ট এর বসন্ত উৎসব শেষে বাসায় ফেরার পথে হবিগঞ্জ রোডস্থ বাসট্য্যান্ড এর নিকট উল্টোদিক থেকে একটি অটোরিক্সা তার মোটর সাইকেলকে জোরে আঘাত করে। উল্টোদিক থেকে আসা অটোরিক্সাকে তিনি বার বার হাত উচু করে থামাতে বললেও সে খুবই দ্রুত গতিতে আসতে থাকে । তার দ্রুত গতিতে আসার অবস্থা দেখে আরো একটি মোটর সাইকেল তাকে হাত দিয়ে সিগন্যাল দেয়ার চেষ্টা করলেও তারা ব্যর্থ হয়। জোরে আঘাত করার ফলে ঘটনা স্থলেই পারভেজ কৈরী’র বাম হাতের একটি আঙ্গুল থেতলে যায়। প্রচন্ড আঘাতের ফলে উনার মেয়ের বাম পায়ে আঘাত লাগার ফলে সাথে সাথেই অজ্ঞান হয়ে পড়েন দুজনেই। এই সুযোগে অটোচালক দ্রুত গতিতে পালিয়ে যায়।
এদিকে অদক্ষ চালকদের অটোরিক্সা দ্বারা ঘঠিত এই সড়ক দুঘটনার তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন সনাক টিআইবি শ্রীমঙ্গল সম্মানিত সভাপতি দ্বীপেন্দ্র ভট্টাচাযসহ সনাক শ্রীমঙ্গল এর সকল স্তরের সম্মানিত সদস্যগণ। শ্রীমঙ্গল এর সুশীল সমাজ বলছেন আমাদের শান্তির, কোলাহলমুক্ত এবং যানজটমুক্ত শ্রীমঙ্গল শহর আজ অটোরিক্সার দখলে এবং দিনি দিন তারা বেপরোয়া হয়ে উঠছে।
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766