রুহুল আমিন ফুটবল ক্লাবের মিনি নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

প্রকাশিত:রবিবার, ২৭ ফেব্রু ২০২২ ০৮:০২

রুহুল আমিন ফুটবল ক্লাবের মিনি নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

ছাতক প্রতিনিধি:-  ছাতকের দক্ষিণ খুরমা ইউনিয়নের যুক্তরাজ্য প্রবাসী রুহুল আমিন ফুটবল ক্লাবের সভাপতি, ও লন্ডন টাওয়ার হেমলেন্টসের সাবেক কাউন্সিলার, রুহুল আমিন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রুহুল আমিনের উদ্যোগে ১ম মিনি নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে।

শনিবার (২৬ ফ্রেবরুয়ারি) রাত ৯টায় মুনিরজ্ঞাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে মফজ্জুল আলী ও জমসিদ হাসানের যৌত সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রুহুল আমিন ফুটবল ক্লাবের সভাপতি, ও লন্ডন টাওয়ার হেমলেন্টসের সাবেক কাউন্সিলার, ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রুহুল আমিন।

খেলা উদ্ভোধন করেন, ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- খুরমা দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান আবু বকর ছিদ্দীক, ৪নং ওয়ার্ডের সাবেক মেম্বার শামীম আলম নোমান, ৫নং ওয়ার্ডের সাবেক মেম্বার মুহিবুর রহমান মুহিব, ৪নং ওয়ার্ডের মেম্বার শাহাজাদ সুমন, ছাতক উপজেলা ছাত্রলীগের আহবায়ক তাজ্জামুল হক রিপন, সাবেক ছাত্রনেতা আশিকুর রহমান ইমন, রুহুল আমিন ফাউন্ডেশনের সাধারন সম্পাদক হাসান আহমদ, অর্থ সম্পাদক আতিকুর রহমান রুমান, সদস্য মহিম উদ্দিন, সুলেমান,সফিকুল ইসলাম প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে রুহুল আমিন বলেন, যুব সমাজকে খেলাধূলার প্রতি আগ্রহী করে তাদেরকে রক্ষা করতে হবে। যুবসমাজকে রক্ষা করতে পারে একমাত্র ক্রীড়া জগত। তাই বেশি বেশি করে খেলাধূলার আয়োজন করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন- খেলা পরিচালনা করেন, সুমন মিয়া, রুমন, ছাদিকুর রহমান, রুহুল আমিন ফুটবল ক্লাবের সদস্যবৃন্দ।

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন রুহুল আমিন ফুটবল ক্লাবের সভাপতি, ও লন্ডন টাওয়ার হেমলেন্টসের সাবেক কাউন্সিলার, রুহুল আমিন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রুহুল আমিন।

এ সংক্রান্ত আরও সংবাদ