নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমাতে হবে : বাসদ

প্রকাশিত:রবিবার, ২৭ ফেব্রু ২০২২ ০৭:০২

নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমাতে হবে : বাসদ

সুরমাভিউ:-  নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমানোর দাবিতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে  রবিবার (২৭ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় আম্বরখানাস্থ দলীয় কার্যালয়ের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাসদ সিলেট মহানগর শাখার সমন্বয়ক আবু জাফর এর সভাপতিত্বে ও জেলা সদস্য প্রণব জ্যোতি পাল এর সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মনজুর আহমদ, শফিকুল ইসলাম কাজল, হারুন মিয়া, ইয়াছিন আহমদ, পিন্টু জাদব, সুরুজ আলী, মানিক মিয়া প্রমূখ।

মানববন্ধনে বক্তারা বলেন নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির কারণে সাধারণ মানুষের জীবনে নাভিশ্বাস উঠছে। বাজার নিয়ন্ত্রণ ও মনিটরিংয়ে চরম ব্যর্থ ও দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন বাণিজ্যমন্ত্রী ও খাদ্যমন্ত্রী। সরকার দেশের গোটা বাজার ব্যবস্থাকে নৈরাজ্যের মাঝে ঠেলে দিয়ে বাজার ব্যবস্থাকে সিন্ডিকেড-মুনাফাখোর ব্যবসায়ীদের হাতে তুলে দিয়েছে।

বক্তারা অবিলম্বে চাল-ডাল-তেল সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমানো ও সিন্ডিকেটের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার জন্য আহ্বান জানান।

সমাবেশে বক্তারা গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির চক্রান্ত রুখে দাঁড়ানোর জন্য জনগণের প্রতি আহ্বান জানান।

এ সংক্রান্ত আরও সংবাদ