নবীগঞ্জে এড়াবরাক খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেডের এজিএম অনুষ্ঠিত

প্রকাশিত:রবিবার, ২৭ ফেব্রু ২০২২ ০৮:০২

নবীগঞ্জে এড়াবরাক খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেডের এজিএম অনুষ্ঠিত
সুরমাভিউ:-  শনিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ২টায় হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়ন এড়াবরাক খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়। আলমপুরে অনুষ্ঠিত সভায় নবীগঞ্জ উপজেলা ফেসিলেটর মংচাই এর পরিচালনায় উপস্থিত সভা পরিচালনা করার জন্য সমিতির উপস্থিত সকল সদস্যদের সর্বসম্মতি ক্রমে সমিতির বিধি অনুযায়ী সমিতির সদস্য নুরুল ইসলামকে সভাপতি করে পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্যে সভার কাজ শুরু হয়।
অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নবীগঞ্জ উপজেলা সমবায় পরিদর্শক নজরুল ইসলাম। তিনি দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনতার দলিল পত্রিকা সম্পাদক আশরাফ উদ্দিন মামুন।

উক্ত সভায় সমিতির সভাপতি কাজী আলহাজ্ব এম এম শাহেদ মিয়া বিগত অর্থ বছর ২০২০-২০২১ এর অডিট প্রতিবেদন অনুযায়ী সমিতির আয় ও ব্যয়ের হিসেব বিবরণি পাঠ করে শুনানোর পর যথা নিয়মে সদস্যদের উত্তাপিত বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

বক্তব্য রাখেন সমিতির কোষাধ্যক্ষ শফিউল আলম হেলাল, সাবেক মেম্বার আবদুল কাদির, সমিতির অফিস ঘর এর জন্য জমি দাতা দানবীর, সমাজ সেবক, শিক্ষানুরাগী আব্দুস সালাম, সমিতির সদস্য আব্দুর রউফ, আব্দুল ওয়াহিদ প্রমূখ নেতৃবৃন্দ।

সভায় আগত অর্থ বছরের পূর্ব পরিকল্পনা প্রনয়নে বাস্তবায়ন ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।