দোয়ারাবাজারে মোবাইল ভূমি সেবা স্কুল কার্যক্রমের উদ্ভোধন

প্রকাশিত:শুক্রবার, ২৫ ফেব্রু ২০২২ ০৮:০২

দোয়ারাবাজারে মোবাইল ভূমি সেবা স্কুল কার্যক্রমের উদ্ভোধন

এনামুল কবির মুন্না:-  সুনামগঞ্জের দোয়ারাবাজারে মোবাইলে ভুমি সেবা উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকালে এই উদ্বোধনী কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন- দোয়ারাবাজার উপজেলা
উপজেলা নির্বাহী অফিসার দেবাংশু কুমার সিংহ, সহকারী কমিশনার (ভূমি) ফয়সল আহমদ।

দেবাংশু কুমার সিংহ জানান, ভূমি সেবা এখন থেকে অনলাইনেই পাওয়া যাবে। দেশের যে কোন স্থানে এমনকি বিদেশ থেকেও নিজের মোবাইলে ভূমি উন্নয়ন কর দিতে পারবেন।

তিনি আরও বলেন, ভূমি সেবা উপজেলা সকল ইউনিয়ন ভূমি অফিসে অনলাইনে হোল্ডিং এন্ট্রি ও রেজিষ্ট্রেশন করা হচ্ছে। যাতে করে গ্রাহক পরবর্তী বছর থেকে নিজের মোবাইল থেকেই ভূমি উন্নয়ন কর দিতে পারেন।

এ সংক্রান্ত আরও সংবাদ