চিকিৎসাধীন দিরাই প্রেসক্লাব সভাপতি সামছুল ইসলামের শয্যা পাশে মাহবুব চৌধুরী

প্রকাশিত:শুক্রবার, ২৫ ফেব্রু ২০২২ ০৭:০২

চিকিৎসাধীন দিরাই প্রেসক্লাব সভাপতি সামছুল ইসলামের শয্যা পাশে মাহবুব চৌধুরী

অসুস্থ দিরাই প্রেসক্লাব সভাপতি সর্দার সামছুল ইসলাম খেজুরকে দেখতে আজ উসমানী মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে যান সিলেট মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সাবেক সাংগঠনিক সম্পাদক, সুনামগঞ্জ ২ আসনের সংসদ সদস্য প্রার্থী জনাব মাহবুব চৌধুরী।

 

হৃদ রোগ বিভাগে চিকিসাধীন সামছুল ইসলামের শয্যা পাশে তিনি কিছু সময় কাটান ও তার চিকিৎসার খোজ খবর নেন। এসময় তিনি তার কর্মযজ্ঞের প্রসংশা করেন।

 

আগামীতে এই অবহেলিত সংসদীয় আসনের মানুষের দুঃখ-দুর্দশা, মানবাধিকার, দঃশাষন, উন্নয়ন ও আশা আকাঙ্খা আরো ব্যাপক ভাবে তুলে ধরারও আহব্বান জানান।

এ সংক্রান্ত আরও সংবাদ